«  on: June 04, 2014, 04:18:21 PM »
									
								 
							 
							
								
মানুষের অত্যাচার, তাপমাত্রার বাড়বাড়ন্ত, মহাশূন্যের বল- সব মিলিয়ে দিন দিন কমছে পৃথিবীর আয়ু। নতুন পৃথিবীর সন্ধানে হন্যে হয়ে ছুটতে হচ্ছে তাই। সৌরজগতের অন্য কোনো গ্রহকে প্রাণের উপযোগী করে তোলার চেষ্টার পাশাপাশি চলছে পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান। লাখ লাখ গ্রহ-নক্ষত্রেরও চলছে চুলচেরা বিশ্লেষণ। কোনোটার মহাকর্ষীয় ত্বরণ মেলে তো, কোনোটাতে নেই প্রাণ ধারণের উপযোগিতা। অবশেষে মিলল এক গ্রহ, গণিতের হিসাবে যার মধ্যে প্রাণ থাকার সম্ভাবনা প্রকট, পরিবেশও মোটামুটি চলনসই। আবার আকারে বিরাট। বিজ্ঞানীরা তাই গ্রহটির নাম দিয়েছেন ‘গডজিলা-পৃথিবী’।
মূল নাম কেপলার ১০-সি। ব্যাস প্রায় ২৯ হাজার কিলোমিটার, যা পৃথিবীর দৈর্ঘ্যরে দ্বিগুণ। ভরের হিসাবে পৃথিবী থেকে ১৭ গুণ বড় এ গ্রহটি ধরা পড়েছে ক্যানারি আইল্যান্ডের গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে। যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ৫৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার নামক নক্ষত্র নিয়ে গবেষণা করার সময় তাঁরা এর অধীনস্থ এই গ্রহের সন্ধান পান। বোস্টনে জ্যোতির্বিজ্ঞানী সমিতির বৈঠকে গ্রহটির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত আলাপও করেছেন বিজ্ঞানীরা। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, গ্রহটির ব্যাস এবং ভরসংখ্যা অনুযায়ী সেখানে গ্যাসীয় পদার্থের চেয়ে ঘন পদার্থ থাকার সম্ভাবনা বেশি। এ কারণে সেখানে প্রাণীর অস্তিত্ব অস্বাভাবিক নয়। যদি প্রাণ নাও থাকে তবু পৃথিবীর প্রাণীরা সেখানে খুব সহজেই মানিয়ে নিতে পারবে বলে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র : বিবিসি। 
							 
						 
						
							
							
							
								
								Logged
							
 
							Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar