ডায়াবেটিস পরীক্ষা লালা থেকে!

Author Topic: ডায়াবেটিস পরীক্ষা লালা থেকে!  (Read 930 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়মিত পরীক্ষার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি বন্ধ হয়েছে বহু আগেই। ঘরে বসে গ্লুকোজের পরিমাণ পরীক্ষার জন্য বাজারে পাওয়া যায় বিভিন্ন কম্পানির হরেক যন্ত্র। কিন্তু এতে সামান্য একটু খোঁচাখুঁচির প্রয়োজন হয়। কারণ গ্লুকোজ পরীক্ষার জন্য সামান্য খোঁচায় এক ফোঁটা রক্ত সংগ্রহ করা হয়। এখন থেকে এই সামান্যতম খোঁচাখুঁচিরও আর দরকার হবে না।
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা রুপা আর সিলিকার সমন্বয়ে তৈরি করেছেন মাত্র এক বর্গ ইঞ্চি মাপের একটি বায়োচিপ। এতে ব্যবহার করা হয়েছে প্লাসমোনিক ইনটারফেরোমেট্রি তথা বিশেষ ধরনের বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ প্রযুক্তি। এর মাধ্যমেই পরীক্ষা করা হবে ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ। আর এ ক্ষেত্রে রক্তের পরিবর্তে ব্যবহার করা হবে রোগীর মুখের লালা। লালা ব্যবহার করে বায়োচিপের মাধ্যমে গ্লুকোজ পরীক্ষার সময় রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ায় এবং বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গের প্রভাবে লাল আলোকরশ্মির বিকিরণ ঘটবে। তা থেকেই রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যাবে। উদ্ভাবকদের দাবি, নতুন খুদে এই যন্ত্রটির মাধ্যমে সঠিকভাবেই গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা সম্ভব। পরীক্ষাগারে এমন প্রমাণ সাপেক্ষে এখন প্রযুক্তিটি চিকিৎসাক্ষেত্রে প্রয়োগের দিকে এগোচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar