দেহঘড়ির নজরদারিতে যন্ত্র

Author Topic: দেহঘড়ির নজরদারিতে যন্ত্র  (Read 689 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
আধুনিক জীবনযাত্রায় মানুষের হাতের নাগালে এসেছে স্বাস্থ্যসহায়ক নানা স্মার্ট যন্ত্রপাতি৷ এগুলো অত্যন্ত হালকা, ঝামেলামুক্ত ও পরিধানযোগ্য৷ শারীরিক গতিবিধি, প্রয়োজনীয় ব্যায়ামের মাত্রা ও সময়সীমা, দৈনন্দিন কাজের তালিকা প্রভৃতি বিষয়ের খোঁজখবর রাখাটা বেশ ঝামেলা মনে করেন অনেকে৷ সেই বাড়তি চাপ থেকে মানুষকে মুক্তি দেওয়াই এসব যন্ত্রের কাজ৷ এই যন্ত্র নির্ভুলভাবে এসব তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে এবং স্মার্টফোন বা কিম্পউটারের সাহায্যে সময়মতো জানিয়েও দিতে পারে৷
গো মোর
বোমডিক বুকে লাগানোর ফিতা (স্ট্র্যাপ)
এটি শরীরচর্চার মাত্রা পরিমাপ করে, তথ্য সংগ্রহের ভিত্তিতে পরিশ্রম করার ক্ষমতা মূল্যায়ন করে|
হৃৎস্পন্দনের গতি পর্যবেক্ষণ করে, গতিবিধি ও শক্তির মাত্রার ওপর নজর রাখে|
কাজের সঠিক সময় নির্ধারণের জন্য কম্পনের মাধ্যমে যোগাযোগ করে|
গিয়ার ফিট
স্যামসাং কবজিতে লাগানোর যন্ত্র|
কার্যক্রমে নজর রাখে এবং স্মার্টফোনের মাধ্যমে জানিয়ে দেয়|
হৃৎস্পন্দনের গতি পর্যবেক্ষক পেডোমিটার|
গ্যালাক্সি সিরিজের ফোন ও ট্যাবলেট কিম্পউটারের সঙ্গে যুক্ত থাকে |
স্মার্টফিট
সেনসোস্টার কবজি, কোমর বা জুতার ক্লিপে লাগানো থাকে |
দৈনন্দিন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে
ক্যালরি ক্ষয়, হাঁটার ধাপসংখ্যা, দূরত্ব এবং ঘুমের মান সম্পর্কে তথ্য দিতে পারে|
এসব তথ্য সফটওয়্যারের সাহায্যে বিশ্লেষণ করা হয়|
লিকুইড লিপ
এসার কবজিতে লাগানোর যন্ত্র|
শারীরিক সুস্থতা পর্যবেক্ষণ করে স্মার্টফোনে জানিয়ে দেয়|
কতটুকু দূরত্ব হাঁটা হলো, কতটা ক্যালরি পুড়ল, ইত্যাদি তথ্য রাখে|
লিকুইড জেইড অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকে|
বায়ো ম্যান
এআইকিউ পরিধেয় কাপড়|
জৈবপর্যবেক্ষণ
হৃৎস্পন্দনের গতি, গুরুত্বপূর্ণ উপসর্গ, ক্যালরি ক্ষয় ইত্যাদি নির্ণয় করতে পারে|
স্টেইনলেস স্টিল বা ইস্পাতের তন্তু দিয়ে তৈরি বস্ত্রটি স্মার্ট যন্ত্র বা ব্লুটুথের মাধ্যমে যুক্ত হয়|
Md Al Faruk
Assistant Professor, Pharmacy