আঙুলের ছাপ শনাক্ত করতে...

Author Topic: আঙুলের ছাপ শনাক্ত করতে...  (Read 652 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
নেদারল্যান্ডসের ফরেনসিক বিশেষজ্ঞদের উদ্ভাবিত পদ্ধতির সাহায্যে এবার নির্ভুলভাবে শনাক্ত করা যাবে আঙুলের ছাপ৷ পাশাপাশি ঠিক কখন সেই ছাপ পড়েছিল, সেটাও ধরা পড়বে৷ ফলে কয়েক বছর আগে সংঘটিত কোনো অপরাধের তদন্ত করতে গিয়ে পুলিশ আগের মতো বিভ্রান্ত হবে না৷ কারণ, আঙুলের ছাপ পড়ার সঠিক সময় জানাটা তদন্তকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ৷ নেদারল্যান্ডস ফরেনসিক ইনস্টিটিউটের (এনএফআই) বিশেষজ্ঞ মার্সেল দো পুইত ওই পদ্ধতি উদ্ভাবনের গবেষণায় নেতৃত্ব দেন৷ এটি এবার বাস্তবে প্রয়োগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ আঙুলের ছাপ শনাক্তের জন্য প্রচলিত পদ্ধতিতে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণ ব্যবহার করা হয়৷ নতুন পদ্ধতিতে বিজ্ঞানীরা সেই মিশ্রণের অনুপাতে কিছুটা পরিবর্তন এনেছেন৷ এএফপি৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy