স্বাধীন ইচ্ছাশক্তির উৎস কী?

Author Topic: স্বাধীন ইচ্ছাশক্তির উৎস কী?  (Read 1012 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
কোনো কিছু পছন্দ-অপছন্দ করা অথবা কোনো ভুল করার নেপথ্যে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গের সম্পর্ক রয়েছে৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, মস্তিষ্কের পেছনের অংশে বৈদ্যুতিক তরঙ্গের এলোমেলো প্রবাহ বা ওঠানামার কারণেই আমরা স্বাধীনভাবে কোনো কিছু পছন্দ করি বা সিদ্ধান্ত নিই৷
যুক্তরাষ্ট্রের ডাভিসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইন্ড অ্যান্ড ব্রেনের গবেষক জেস বেংসন বলেন, আবেগপ্রবণ অবস্থায় অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে মস্তিষ্ক প্ররোচিত হতে পারে৷ এমনিতে মস্তিষ্কের পেছনের অংশে ‘শোরগোলের’ স্বাভাবিক মাত্রা রয়েছে৷ নতুন গবেষণায় দেখা যাচ্ছে, মস্তিষ্কের গিতবিধি বিশ্লেষণ করে অনেক সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকেই বলে দেওয়া সম্ভব হয়৷
মনোবিজ্ঞানী বেঞ্জামিন লিবেট ১৯৭০-এর দশকে মানবমস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গপ্রবাহ নিয়ে অনুরূপ একটি গবেষণা করেছিলেন৷ বেংসন বলেন, লিবেটের পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা নিজেদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন৷ কিন্তু নতুন পরীক্ষায় ব্যাপারটি অজানা ছিল এবং এলোমেলোভাবে নির্ণয় করা হয়েছে৷
বেংসনের গবেষণায় অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ৷ আর এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জার্নাল অব কগনিটিভ নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷ সূত্র: সায়েন্স ডেইলি৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy