ইরানকে হারিয়ে বিশ্বকাপ অভিযানটা জয়ের হাসিতেই শেষ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। শেষ ম্যাচে এসে গোলও পেয়েছেন দলটির বড় তারকা এদিন জেকো। তবুও নাইজেরিয়ার বিপক্ষে ভুলবশত তার বাতিল হওয়া গোলটি ভুলতে পারছেন না ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
গত বুধবার ইরানকে ৩-১ গোলে হারায় বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা ইউরোপের দেশটি। ওই ম্যাচে জেকোর গোলেই প্রথম এগিয়ে যায় দলটি।
কিন্তু বিশ্বকাপে দলের প্রথম জয়ে অবদান রাখা গোলটি নয়, ২৮ বছর বয়সী জেকোর মনে ঘুরে ফিরে আসছে নাইজেরিয়ার বিপক্ষে বাতিল হয়ে যাওয়া গোলটিই।
“(ইরানের বিপক্ষে) জেতার পরও আমরা মন খারাপ করে বাড়ি যাচ্ছি কারণ, আমরা হয়তো অনেক দূর যেতে পারতাম। নাইজেরিয়ার বিপক্ষে যে গোলটি তারা বাতিল করেছে, আমি সেটা জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো।”
গত শনিবার আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে ২১তম মিনিটেই নাইজেরিয়ার জাল খুঁজে পান এদিন জেকো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি পিটার ও'লিরি। যদিও রিপ্লেতে দেখা গেছে, জেকো অফসাইড ছিলেন না। ম্যাচটি একমাত্র গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনা।