টি-টোয়েন্টির স্ট্যাটাস পেলো নেপাল-নেদারল্যান্ড

Author Topic: টি-টোয়েন্টির স্ট্যাটাস পেলো নেপাল-নেদারল্যান্ড  (Read 561 times)

Offline Sharifur Rahman

  • Full Member
  • ***
  • Posts: 150
    • View Profile
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নজর পড়েছে নেপাল ও নেদারল্যান্ডের উপর। খারাপ নজর না, নেক নজর। টি-টোয়েন্টি মর্যাদা পেলো নেপাল-নেদারল্যান্ড। আইসিসির মেগা ইভেন্ট ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করায় আইসিসির নজরে পড়ে নেপাল ও নেদারল্যান্ড। তাই মেলবোর্নে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় এই দু’দেশকে টি-টোয়েন্টির মর্যাদা দেয়া হয়।
নেপাল ও নেদারল্যান্ডা ছাড়া অন্য ছয় দেশ আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আবর আমিরাতকে খুব দ্রুতই ওয়ানডে স্ট্যাটাস দেয়া হবে।
বার্ষিক এই সভায় আরো বলা হয়, টেস্ট ক্রিকেট একজন বোলারকে মাঠের বাইরে সময় কাটিয়ে আসলেও তাকে আবার বল কারা সুযোগ দেয়া হবে। ত্রিশ ওভার পর্যন্ত একজন বোলার সময় ব্যয় করতে পারবে। টি-টোয়েন্টিতে প্রতিটি ইনিংস ৮০ মিনিটের পরিবর্তে ৮৫ মিনিট করা হয়েছে।
২০২০ সালের পরিবর্তে ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) করা হয়েছে। দীর্ঘ মেয়াদি খেলার সূচির সঙ্গে আরো নতুন যুক্ত হতে পারে। হোম সিরিজ ও বাইরে সিরিজে মিল রেখে তিন ফরমেটের খেলায় নির্ধারন করা

Source: banglanews24.com
Md. Sharifur Rahman
Administrative Officer
(Office of the Controller of Examinations)
Phone: 9138234-5, Ext: 284, 131
Mobile: 01811458899
E-mail: sharif@daffodilvarsity.edu.bd