আপনার অ্যান্ড্রয়েড এর মুছে ফেলা সকল ডাটা ফিরিয়ে আনা সম্ভব

Author Topic: আপনার অ্যান্ড্রয়েড এর মুছে ফেলা সকল ডাটা ফিরিয়ে আনা সম্ভব  (Read 1170 times)

Offline Md. Mahfuzul Islam

  • Newbie
  • *
  • Posts: 45
    • View Profile
অাসসালামুআলাইকুম।

একটি সচেতনমূলক টিউন।

এই ব্যাপারটা নিশ্চই অনেকেই জানেন যে ডিলিট করা ডাটা সব ফিরিয়ে আনা সম্ভব এতে যেমন আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে এবং সমাজে সম্মানহানি হতে পারে তাই আপনার পুরানো হ্যান্ডসেট কাউকে দেয়ার আগে সাবধান হোন।

সম্প্রতি প্যারাগুয়ের অ্যাভাষ্ট সর্তক করে এক পরীক্ষা করে দেখেছে অ্যান্ড্রয়েড খেকে রিমুভকৃত ডাটা,  সেলফি কিংবা ইমেল মুছে ফেলার পরও তারা  ব্যবহারক্রয়কৃত ২০ টি  স্মার্টফোন ক্রয় করে এর পূর্ববর্তী মালিকের ডিলিটকৃত ৪০,০০০.০০ ফটো এবং ১,০০০ টি  সেলফি এবং অন্যান্য তথ্য ফিরিয়ে এনেছে।

তাই তারা এই সমস্যা সমাধানে একটি কৌশলের প্রয়োগ করতে বলেছে যেটা অাপনার মোবাইল থেকে ইনফরমেশন ডিলিট করার পর ফ্যাকটরি রিসেট দিন, এরপর আরো কিছু ডামি ইনফরমেশন দিয়ে সেটটির ম্যামরি ফুল করুন, আবার ডামি ইনফরমেশনগুলো ডিলিট করুন, এভাবে ৪/৫ বার করলে মোটামুটি সেফ হওয়া যায়।