বোকা বানাবে পাখি...!
Attached ছবির পাখিটির নাম মনে করে দেখুন তো...কি হতে পারে! টিয়া, মাছরাঙ্গা অথবা অন্য কোন বিশেষ প্রজাতির পাখি, কোনটি? টিয়া পাখি হওয়ার সম্ভাবনা বেশী তাই তো...
না পাঠক আপনি ভুল করেছেন। আর আপনার চোখকে বোকা বানাতেই এমন ছবি প্রকাশ করা হয়েছে। ইটালিয়ান বিশ্ব জয়ী বডি আর্টিস্ট জোহান্স স্টয়োটারের কাজ এটি।
ছবিটি এবার ভাল করে লক্ষ করে দেখুন। কিভাবে আপনার চোখকে ফাঁকি দিয়ে আপনাকে বোকা বানানো হয়েছে। গাছের গুড়ির পাশ দিয়ে যে লেজটি দেখছেন তা আসলে একটি মেয়ের পা। একই ভাবে অন্য অঙ্গ গুলো ভালো করে লক্ষ্য করে দেখুন।আপনি যে বোকা হয়েছেন তা বুঝতে পেরেছেন নিশ্চয়। এটি আসলেই একটি মেয়ে, যার পুরো শরীর টিয়ার মত রাঙ্গিয়ে বিশেষ পোজের মাধ্যমে টিয়ার সদৃশ ফুটিয়ে তোলা হয়েছে। আর পেছনে উদ্দেশ্য একটাই, আপনি এই ছবিটি দেখে প্রথমেই বলে উঠবেন- বাহ্ কি সুন্দর টিয়া!পাখির মত করে মেয়ের শরীর রাঙ্গানোর মহাপরিকল্পনা করতে প্রায় ৪ সপ্তাহ ব্যয় করেন ইতালিয়ান এই আর্টিস্ট। আর মেয়ের শরীর রাঙ্গাতে ব্যয় করেন দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা ব্যয় করেন। অবশ্য নারী মডেলের ধৈর্য্য তার কাজকে অনেক সহজ করে দেয়।
Source:campuslive24