লামের উত্তরসূরি শোয়েনস্টাইগার !

Author Topic: লামের উত্তরসূরি শোয়েনস্টাইগার !  (Read 1226 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
জার্মানির নতুন অধিনায়ক হিসেবে ফিলিম লামের উত্তরসূরি হিসেবে নাম লেখাতে পারেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। অনেক জার্মান কিংবদন্তি ফুটবলারদের কাছে নতুন অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ তিনি।

জার্মান ফুটবল ফেডারেশন থেকে নতুন অধিনায়কের নাম ঘোষণা না হলেও ১৯৯০ সালের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক লুথার ম্যাথুজ বলেন, ‘খুব বেশি সময় নিতে হবেনা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আমি ফেডারেশনের প্রধানের কাছে গিয়ে বলেছি, শোয়েনস্টাইগারের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দিতে। কারণ সে ইতোমধ্যে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছে।’

শোয়েনস্টাইগারের পরে এ দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হিসেবে রয়েছেন ২৫ বছর বয়সী ম্যাট হ্যামেলস এবং ২৪ বছর বয়সী থমাস মুলার।

আরেক জার্মান ফুটবল কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেইঞ্জে বলেন, ‘লামের উত্তরসূরি একজন খেলোয়াড়, একজন মানুষ আর একজন অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেওয়া সত্যিই কষ্টসাধ্য।’

লামের পরিবর্তে কে পেতে পারেন অধিনায়কত্বের দায়িত্ব এমন প্রশ্নের উত্তর দিতে সময় নিলেও ফেডারেশনের প্রেসিডেন্ট উলফগ্যাঙ্গ নেইর্সবাচ বলেন, ‘লাম শুধু একজন বিশেষ খেলোয়াড়ই নন, তিনি একজন খেলোয়াড়ের জন্য আদর্শ।’

তবে আগস্টের ১ তারিখ ৩০ বছরে পা রাখা দেশের হয়ে ১০৮ ম্যাচ খেলা শোয়েনস্টাইগার কত‍দিন দলকে নেতৃত্ব দিতে পারবেন, সেটিও বিবেচনা করছে জার্মান ফুটবল ফেডারেশন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308495.html#sthash.55gRPjzv.dpuf
Md Al Faruk
Assistant Professor, Pharmacy