মহাকাশ–পর্যটনে বেলুন!

Author Topic: মহাকাশ–পর্যটনে বেলুন!  (Read 1092 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পর্যটকদের নিয়ে উড়ে বেড়াবে যে বেলুন ও ক্যাপসুল, সেগুলোর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন গত সপ্তাহে সফলভাবে সম্পন্ন হয়েছে৷ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিউ এন্টারপ্রাইজ মহাকাশ-পর্যটনের উপযোগী ওই বেলুন তৈরি করেছে৷ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেন পয়েন্টার বলেন, তাঁদের বেলুন এক লাখ ২০ হাজার ফুট উঁচুতে উড়ে নতুন রেকর্ড গড়েছে৷ ওই বেলুনে চড়ে মহাকাশে ঘুরে আসার জন্য পর্যটকদের প্রত্যেককে ৭৫ হাজার মার্কিন ডলার করে গুনতে হবে৷ ২০১৬ সালে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু নিয়ে ওই বেলুনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে৷ এপি৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy