লক্ষ্য যখন যুক্তরাষ্ট্র

Author Topic: লক্ষ্য যখন যুক্তরাষ্ট্র  (Read 1367 times)

Offline mshahadat

  • Full Member
  • ***
  • Posts: 229
    • View Profile
উচ্চশিক্ষার জন্য কোথায় পড়তে যেতে চাও? এ প্রশ্নের উত্তরে বেশির ভাগ তরুণই বলছে যুক্তরাষ্ট্র বা কানাডার কথা। কারণ, তাদের মতে যুক্তরাষ্ট্রের পড়াশোনাকে বিশ্বব্যাপী বেশ গুরুত্ব দেওয়া হয়। এমনকি বিশ্বসেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই রয়েছে যুক্তরাষ্ট্রে। তবে সেই চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দরকার সঠিক তথ্য ও প্রয়োজনীয় প্রস্তুতির।

গত ২৪ মার্চ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) পপ-আপ আমেরিকান সেন্টার শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি সম্পর্কে ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ এম লাবেলি বলেন, আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন আমেরিকান সেন্টার সম্পর্কে জানতে পারে। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থা সম্পর্কিত নানা তথ্য, শিক্ষাবৃত্তি ও পড়াশোনাবিষয়ক সহযোগিতা প্রদান করে থাকে বারিধারায় অবস্থিত আমেরিকান সেন্টার। তিনি আরও বলেন, এটা আমাদের প্রথম পপ-আপ আয়োজন। ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের কর্মসূচি করার পরিকল্পনা থাকছে।
কী কী ছিল এবারের আয়োজনে? যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সম্পর্কিত তথ্য তো ছিলই, এর সঙ্গে বাড়তি আয়োজনের মধ্যে ছিল আইডিয়া শেয়ার করা, পছন্দমতো আমেরিকান মিউজিক শোনা, ভিডিও গেমস, কুইজ ইত্যাদি। কুইজে যারা সঠিক উত্তর দিতে পেরেছে, তাদের জন্য ছিল আমেরিকান সেন্টার লাইব্রেরিতে বিনামূল্যে সদস্য হওয়ার সুযোগ।

শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে দেখেছে, শুনেছে, নানা প্রশ্ন করেছে। শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন আমেরিকান সেন্টারের কর্মকর্তারা। ফাহিম শাহরিয়ার ও নাজমুল হাসান বলল, ইচ্ছা আছে ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাষ্ট্রে যাওয়ার। সেটা যদি সম্ভব হয় বেশ ভালো হবে, তা না হলে জিআরই, টোয়েফল ইত্যাদি পরীক্ষার স্কোর, কাজের অভিজ্ঞতা এসব লাগবে, সময়ও লেগে যাবে অনেক। তবে নভীয়া তাবাসসুম অনার্সের পরেই যুক্তরাষ্ট্রে যেতে চায় উচ্চশিক্ষার জন্য। সে মনে করে, আজকের এই কর্মসূচি তাকে আরও উৎসাহিত করেছে। তার কথায় সায় জানিয়ে আয়েশা সিদ্দিকা বলল, যুক্তরাষ্ট্র তো স্বপ্নের দেশ। তাই সবারই একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে সেখানে গিয়ে পড়াশোনা করার। এমনটা স্বপ্ন এখন অনেক তরুণের চোখেই। আমেরিকান সেন্টার এ উদ্যোগ তরুণদের স্বপ্নকে সঠিক দিকনির্দেশনা দেবে নিসন্দেহে।

মারুফা ইসহাক
সূত্র: প্রথমআলো
Md.Shahadat Hossain Mir
Senior Administrative officer
Department of Law
Daffodil International University
Campus -3 ( Prince Plaza)
Mail: shahadat@daffodilvsarity@diu.edu.bd
Lawoffice@daffodilvarsity.edu.bd

Offline asitrony

  • Hero Member
  • *****
  • Posts: 547
    • View Profile
Re: লক্ষ্য যখন যুক্তরাষ্ট্র
« Reply #1 on: June 28, 2015, 01:18:00 AM »
A mission to USA!!!!