গ্যালারি মাতাবে রোবট

Author Topic: গ্যালারি মাতাবে রোবট  (Read 1221 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
গ্যালারি মাতাবে রোবট
« on: August 03, 2014, 12:15:30 PM »
হানহোয়া ইগলস নামে কোরিয়ার একটি বেসবল ক্লাব আবেগের জায়গাটিতেও বসিয়ে দিচ্ছে রোবটদের! পরিকল্পনামাফিক কাজ করে গেলে গ্যালারিতে মানবভক্তের পরিবর্তে খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে রোবটভক্ত! তাদের জন্য গলা ফাটিয়ে চিল্লাবে, আনন্দে হাত দোলাবে, কে জানে, হয়তো খারাপ সময়ে দুঃখের অশ্রুও ঝরবে রোবটের চোখ দিয়ে। তবে আশার কথা, ইন্টারনেটের মাধ্যমে এই রোবটগুলোর নিয়ন্ত্রণ থাকবে ‘আসল’ ভক্তদের হাতেই। তা ছাড়া নিজের মুখচ্ছবিও বসিয়ে দেওয়া যাবে রোবটের মুখে।
ক্লাব ফুটবলের কথা বিবেচনায় আনলেই বুঝতে পারবেন পুরো মৌসুম বা নির্দিষ্ট কোনো বড় ম্যাচের টিকিট পাওয়া কতখানি দুঃসাধ্য কাজ। এই রোবটগুলো মানুষকে বাসায় বসে থেকে কিছুটা হলেও গ্যালারির আনন্দ দেবে। এতে মাঠের খেলায় আরও বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে এর খারাপ দিকটাও ভাবিয়েছে অনেককে। ফুটবলভক্ত জন হেমিংহাম কিছুটা মজা করেই প্রশ্ন রেখেছেন, ‘কোনো রোবটভক্ত যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে?’
এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ ু নির্বাচনের সময় জাপান এমন একটি উদ্ভাবনের কথা বলেছিল, যাতে হলোগ্রাফিক প্রযুক্তির সাহায্যে ম্যাচগুলোকে একই সময়ে বিশ্বের যেকোনো প্রান্তে কোনো স্টেডিয়ামে হুবহু সরাসরি দেখানো সম্ভব হবে। আয়োজক হিসেবে কাতার নির্বাচিত হওয়ায় জাপানের সেই গবেষণা বন্ধ হয়ে যায়, অনেকে এটাকে ‘অসম্ভব’ আখ্যা দিয়েছেন।
—বিবিসি অবলম্বনে মেহেদী হাসান
Md Al Faruk
Assistant Professor, Pharmacy