সহজে তথ্য খোঁজা

Author Topic: সহজে তথ্য খোঁজা  (Read 1188 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
সহজে তথ্য খোঁজা
« on: August 03, 2014, 12:17:08 PM »
শূন্যস্থান পূরণ: কোনো অজানা শব্দের মাঝখানে* (তারকা চিহ্ন) যোগ করে তথ্য খুঁজলে সে-সম্পর্কিত তথ্য গুগল সহজে খুঁজে দেবে। যেমন, “a * saved is a * earned” লিখে সার্চ করলে * অংশের সম্ভাব্য শব্দ খুঁজে নেওয়া যাবে।
খুঁজুন যেকোনো একটি: একই সঙ্গে একাধিক কোনো স্থান বা শব্দের ভিন্ন তথ্য খুঁজতে হলে বড় অক্ষরের OR ব্যবহার করুন। যেমন, world cup location 2014 OR 2018 লিখে তথ্য খুঁজলে ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপের আলাদা তথ্য পাওয়া যাবে।
নির্ধারিত সীমা দেখতে: নির্ধারিত সীমার মধ্যে কোনো কিছুর তথ্য দেখতে চাচ্ছেন। সে ক্ষেত্রে দামের মাঝখানে স্পেস ছাড়াই দুটি ফুলস্টপ (...) দিন। যেমন, camera $50..$100 লিখে খুঁজলে ৫০ থেকে ১০০ ডলার দামের মধ্যে থাকা ক্যামেরাগুলোর তালিকা চলে আসবে।
সাইটের তথ্য জানতে: কোনো সাইট সম্পর্কে জানতে info: সংকেত ব্যবহার করুন। যেমন, info:prothom-alo.com লিখে সার্চ করলে প্রথম আলো সাইটের তথ্য খুঁজে নেওয়া যাবে।
সাইটের সঞ্চিত সংস্করণ: অনেক সময় কোনো ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে দেখা যায় না। কিন্তু গুগলে সব সাইটের সঞ্চিত সংস্করণ থাকে। চাইলেই cache: সংকেত ব্যবহার করে সেটির সঞ্চিত সংস্করণ দেখা যাবে। যেমন; cache:abcd.com লিখে সার্চ করলে কারিগরি ত্রুটির কারণে এই সাইট দেখা না গেলে এটার সঞ্চিত সংস্করণ দেখা যাবে। (শেষ)
—মো. রাকিবুল হাসান
Md Al Faruk
Assistant Professor, Pharmacy