ভয়েস কলের সুবিধা দিচ্ছে গুগল হ্যাংআউট

Author Topic: ভয়েস কলের সুবিধা দিচ্ছে গুগল হ্যাংআউট  (Read 788 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ভিডিও ও ভয়েস চ্যাটের পর এবার ব্যবহারকারীদের জন্য হ্যাংআউটে ভয়েস কলের সুবিধা সংযোজন করলো গুগল।

গুগল ইনকোপোরেটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এ সংযোজনের কথা জানিয়েছেন প্রযুক্তিবিদ আলেক্স উইসেন।

তিনি জানিয়েছেন, কারও যদি গুগলপ্লাসে অ্যাকাউন্ট না থাকে এমনকি যদি হ্যাংআউটেও না থাকে তবু এ সুবিধা ভোগ করতে পারবেন।

এই ফিচার হ্যাংআউটসের ড্রপ-ডাউন মেনু থেকে ‘ফোন টু কল উইথ’ সিলেক্ট করে ব্যবহার করা যাবে। এরপর ওয়েবসাইটে হ্যাংআউটসের নতুন উইনডো চালু হবে, তারপর সাধারণভাবে কথোপকথন শুরু করা যাবে।

উল্লেখ্য, হ্যাংআউটস হচ্ছে গুগলপ্লাসের ভিডিও এবং ভয়েস চ্যাট করার মাধ্যম। ডানের প্যানেলে হ্যাংআউটসে ক্লিক করলে নতুন একটি উইন্ডোতে হ্যাংআউটস চালু হয়। এ জন্য অবশ্য গুগল ভয়েস প্লাগইন ইনস্টল থাকতে হবে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/310362.html#sthash.PT9c97v6.dpuf
Md Al Faruk
Assistant Professor, Pharmacy