রেকর্ড দর্শকের সামনে রিয়ালকে হারালো ম্যান ইউ

Author Topic: রেকর্ড দর্শকের সামনে রিয়ালকে হারালো ম্যান ইউ  (Read 1334 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ক্লাব ফুটবলের নতুন মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচে দর্শকও ছিল রেকর্ড সংখ্যক। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রায় এক লাখ দশ হাজার দর্শকের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড।


 
 
 
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে ওঠা ইউনাইটেড সোমবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইপিএলেরই আরেক দল লিভারপুলের।

মিশিগান স্টেডিয়ামে শনিবার দুই বড় দলের খেলা দেখতে এসেছিল ১ লাখ নয় হাজার ৩১৩ জন দর্শক, যা যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছিল ১৯৮৪ সালে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল-ফ্রান্স ম্যাচে। ক্যালিফোর্নিয়ায় রোজ বোল স্টেডিয়ামে ১ লাখ এক হাজার ৭৯৯ জন দর্শকের সামনে ম্যাচটি ২-০ গোলে জিতেছিল ফ্রান্স।

রেকর্ড এই দর্শকের উপস্থিতিতে ইউনাইটেডের জয়ে জোড়া গোল করেন অ্যাশলে ইয়ং। অন্য গোলটি করেন হাভিয়েল এরনান্দেস। দ্বিতীয়ার্ধে চোট থেকে সেরে ওঠা রিয়াল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো মাঠে নেমেও কিছু করতে পারেননি।

গত মৌসুমে বাজে ফল করা ম্যানচেস্টার ইউনাইটেড যেনো নতুন কোচ লুইস ফন গালের ছোঁয়ায় পাল্টে গেছে। যুক্তরাষ্ট্র সফরে এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতলো তার দল। প্রীতি ম্যাচে এলএ গ্যালাস্কিকে উড়িয়ে দেবার পর ইতালির রোমা ও ইন্টার মিলানকে হারায় ইউনাইটেড।

ম্যাচের ২১তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন ইয়ং। তবে ছয় মিনিট পরেই গ্যারেথ বেলের সফল পেনাল্টি কিকে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির দল। ৩৭তম মিনিটে দলকে আবার এগিয়ে দেন ইয়ং।

ম্যাচের ১৭ মিনিট বাকি থাকতে সাবেক দলের বিপক্ষে খেলতে নামেন রোনালদো। তবে সমতা ফেরাতে পারেননি; বরং শিনজি কাগাওয়ার দারুণ পাস থেকে এরনান্দেসের গোলে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy