চেলসির স্ট্রাইকার তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ফলে আইভোরিকোস্টের হয়ে আর মাঠে দেখা যাবে না তাকে, দুদিন আগে আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজও।
৩৬ বছর বয়সী এ তারকা গত মাসে চেলসিতে পুনরায় যোগ দিয়েছেন তিনি। এর আগে দুই সেশন চীন ও তুরস্কে কাটিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন ব্রাজিল বিশ্বকাপে।
বিশ্বকাপে দ্বিতীয় পর্বে যেতে পারেনি আইভোরিকোস্ট। ফলে এক রকম মন খারাপ নিয়েই বিদায় বলে দিলেন দ্রগবা। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের মাধ্যমে টানা তিন বিশ্বকাপে দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হয়েছে আইভোরিকোস্ট।
অবসরের ঘোষণা দিয়ে দ্রগবা টুইটারে বলেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি আর আন্তর্জাতিক ফুটবলে খেলছি না। গত ১২ বছর জাতীয় দলে খেলা আমার জন্য অনেক আবেগের জায়গা ছিলো। প্রথম ম্যাচ থেকে জীবনের শেষ পর্যন্ত আমাদের দেশের জন্য আমি সর্বোচ্চ ভালো খেলা দেখাতে চেষ্টা করছি।”