খুব শিগগিরই বিশ্বের জনপ্রিয় দুই জনপ্রিয় মেইল সেবা স্প্যাম ঠেকাতে নতুন অ্যাকাউন্ট তৈরির সময় টেলিফোন বা মোবাইল নম্বরকে বাধ্যতামূলক করতে যাচ্ছে। বিষয়টি চালু হলে টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর ছাড়া জিমেইল ও ইয়াহু মেইলে আর অ্যাকাউন্ট খোলা যাবে না। আর প্রদত্ত নম্বর যাচাই হওয়ার পরই কেবল মেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন কোনো ব্যবহারকারী। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
জিমেইলের একজন মুখপাত্র দাবি করেছেন, ফোন নম্বর দেওয়ার বিষয়টি ঐচ্ছিক ছিল। কিন্তু একজন ব্যবহারকারীর একাধিক মেইল তৈরির বিষয়ে ফোন নম্বর বাধ্যতামূলক না থাকার সুযোগও ছিল। এতে স্প্যাম মেইল প্রেরককে শনাক্ত করা সম্ভবপর হচ্ছিল না। মেইল ব্যবহারকারীদের সুরক্ষা দিতে এবং রোবট মেইল অ্যাকাউন্ট সৃষ্টিকারী ঠেকাতে ফোন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। একটি ফোন নম্বর দিয়ে একাধিক মেইল অ্যাকাউন্ট খোলার বিষয়টিও নিয়ন্ত্রণ করা হবে। তবে একটি ফোন নম্বর দিয়ে কটি মেইল অ্যাকাউন্ট খোলা যাবে সে বিষয়টি এখনও জানায়নি গুগল কর্তৃপক্ষ।
এদিকে গুগল টেলিফোন বা মোবাইল নম্বর দিয়ে মেইল অ্যাকাউন্ট তৈরির সুযোগ রাখলেও ইয়াহু কর্তৃপক্ষ মোবাইল ফোন নম্বরকে বাধ্যতামূলক করছে।
ইয়াহুর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘ইয়াহুতে আমরা ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। অ্যাকাউন্টধারীর দ্বিতীয় ধাপের নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ডের পাশাপাশি মোবাইল নম্বরকেও বাধ্যতামূলক করা হচ্ছে। অ্যাকাউন্টে সন্দেহজনক কোনো কিছু ঘটলে মোবাইল নম্বরটি কাজে লাগানো হবে।
অবশ্য এদিকে, গুগল ও ইয়াহুর এ পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হচ্ছে। এই বিষয়টি প্রাইভেসি লঙ্ঘন করতে পারে বলে মনে করছে ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন।