ছয় দশমিক এক ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে পারে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। এ বছরের সেপ্টেম্বরে এই স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে সনি কর্তৃপক্ষ।
বাজার-গবেষকেরা ধারণা করছেন, সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য আইফা সম্মেলনে এক্সপেরিয়া জেড৩ ও জেড৩ কম্প্যাক্ট নামের দুটি স্মার্টফোনের পাশাপাশি বড় আকারের একটি সাশ্রয়ী স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে সনি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার এক খবরে জানিয়েছে, সনির নতুন স্মার্টফোনটির ডিসপ্লে বড় হলেও এতে যন্ত্রাংশ খুব বেশি উন্নত থাকবে না। এর ডিসপ্লের রেজুলেশন হবে কম। এতে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যাম ও চার জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকবে। অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি সনি। তবে, আইফা সম্মেলনে নজর কাড়ার মতো সনির পণ্যগুলোর মধ্যে সাশ্রয়ী স্মার্টফোন নজর কাড়তে পারে বলে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন।