সবচেয়ে পাতলা ট্যাব আনল ডেল

Author Topic: সবচেয়ে পাতলা ট্যাব আনল ডেল  (Read 797 times)

Offline ehsan217

  • Full Member
  • ***
  • Posts: 116
  • Test
    • View Profile


    প্রচ্ছদ
    বিজ্ঞান ও প্রযুক্তি
    কম্পিউটার

সবচেয়ে পাতলা ট্যাব আনল ডেল
অনলাইন ডেস্ক | আপডেট: ১৭:১০, সেপ্টেম্বর ১৩, ২০১৪
০ Like
     

ডেলের তৈরি বিশ্বের সবচেয়ে হালকা ট্যাব ভেন্যু ৮প্রযুক্তিবিশ্ব যখন অ্যাপলের ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ নিয়ে ব্যস্ত, তখন খানিকটা যেন চুপিসারেই বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব উন্মুক্ত করল কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ডেল। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইনটেল ডেভেলপার ফোরাম (আইডিএফ) ২০১৪ সম্মেলনে মাত্র ছয় মিলিমিটার পুরুত্বের ‘ডেল ভেন্যু ৮’ ৭৮৪০ সিরিজের ট্যাব উন্মুক্ত করেছে ডেল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এ তথ্য জানিয়েছে।


প্রযুক্তি বিশ্লেষকেরা দাবি করেছেন, ৮.৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ডেল ভেন্যু ট্যাবটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের ট্যাব। ০.২৪ ইঞ্চি বা ছয় মিলিমিটার পুরুত্বের এই ট্যাবটির আগে সনির তৈরি ৬.৪ মিলিমিটার পুরুত্বের জেড থ্রি কমপ্যাক্ট ট্যাবটিই ছিল বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব।

ডেল জানিয়েছে, ৭০০০ সিরিজের ভেন্যু ৮ ট্যাবটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে যার তিনটি দিয়ে থ্রিডি ছবি তোলা যায়। স্যামসাংয়ের তৈরি ওএলইডি প্যানেল ব্যবহৃত হয়েছে ট্যাবটিতে। অ্যান্ড্রয়েড-নির্ভর এই ট্যাবটিতে কিবোর্ড ও মাউস সমর্থন করবে।

এ বছরের শেষ নাগাদ ট্যাবটি বাজারে আসবে। তবে এর দাম এ​খনো প্রকাশ করেনি ডেল কর্তৃপক্ষ।