বয়স ৮ হলেও বছরে আয় ১৩ লাখ ডলার!

Author Topic: বয়স ৮ হলেও বছরে আয় ১৩ লাখ ডলার!  (Read 1587 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
বয়স ৮ হলেও বছরে আয় ১৩ লাখ ডলার!



আপনি যখন ৮ বছর বয়সী ছিলেন, তখন আপনার আয় কত ছিল? অবশ্যই ইভানের থেকে বেশি ছিল না। শুনে অবাক হচ্ছেন?
৮ বছরের বালক ইভান বিভিন্ন ধরণের খেলনা এবং ভিডিও গেম নিয়ে রিভিউ তৈরি করে এবং সেগুলো তাঁর ইউটিউব চ্যানেল EvanTubeHD এ আপলোড করে। আর এ থেকে বছরে তাঁর আয়ের পরিমাণ ১.৩ মিলিয়ন ডলার। তবে মাঝে মাঝে এ কাজে তাঁকে সহায়তা করে তাঁর মা এবং বোন।

এটি মূলত একটি ফান প্রোজেক্ট ছিল যা ইভান এবং তাঁর বাবা মিলে শুরু করে। প্রথমদিকে তাঁরা আপলোড করতো অ্যাংরি বার্ডস গেমের স্টপ মোশন ভিডিও। নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে ইভানের বাবা জানান,” এই চ্যানেল থেকে প্রাপ্ত সমস্ত আয় বিভিন্ন বিনিয়োগের কাজে লাগানো হয় এবং একই সাথে সন্তানদের জন্য সঞ্চয় করা হয়।”

ওই সাক্ষাৎকারে ইভানের বাবা আরও জানায়, তাদের একটি সেলস টিম রয়েছে যেটি বিজ্ঞাপনের ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং একইসাথে বিভিন্ন ব্র্যান্ড এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষার কাজটিও করে।

“আয় হয়ে থাকে মূলত বিজ্ঞাপন থেকে যা ভিডিওর ভেতরে এবং আশেপাশে দেখানো হয়। একইসাথে বিভিন্ন পণ্য যেগুলো ভিডিওতে দেখানো হয়, সেখান থেকেও আয় করে ইভান। তবে বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণই বেশি।”, জানান ইভানের বাবা।

- See more at: http://www.bd24live.com/article/6188/index.html#sthash.xfmaRG1Y.dpuf

Offline Nahian Fyrose Fahim

  • Sr. Member
  • ****
  • Posts: 322
  • Test
    • View Profile
 :)
Nahian Fyrose Fahim
Senior Lecturer ( Employee ID# 710001914)
Department of Pharmacy
Daffodil International University
Email: fyrose.ph@diu.edu.bd