ইশারায় চলবে স্মার্টফোন

Author Topic: ইশারায় চলবে স্মার্টফোন  (Read 887 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ইশারায় চলবে স্মার্টফোন
« on: September 28, 2014, 03:29:54 PM »
ইশারায় চলবে স্মার্টফোন



মার্কিন বিজ্ঞানীদের তৈরি ‘ওয়ারলেস সেন্সিং প্রযুক্তি’র সাহায্যে ইশারায় কাজ করবে স্মার্টফো। ওয়াশিংটনের একদল গবেষক ওয়ারলেস সেনসিং প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের দাবি, এখন কিছু স্মার্টফোনে ক্যামেরার মাধ্যমে থ্রি-ডি জেশ্চার সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।  কিন্তু এতে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় এবং ইশারা শনাক্ত করার জন্য নড়চড়া স্মার্টফোনের ক্যামেরায় স্পষ্ট হতে হয়। কিন্তু নতুন এই প্রযুক্তি আবিষ্কার হলে তা অল্প ব্যাটারিতেই চালানো যাবে, তাছাড়া যেকোনো পাশ থেকে ইশারা বুঝতে পারবে ফোনটি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাট রেনল্ড এবং শ্বেতক প্যাটেল এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? গবেষকরা জানিয়েছেন, যখন কেউ ফোন করেন, বা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ ব্যবহার করেন, ফোন তখন সেলুলার নেটওয়ার্কে বেতার তরঙ্গ পাঠায়, যাতে সেলুলার বেস স্টেশনের সঙ্গে যোগাযোগ করা যায়। নতুন এই প্রযুক্তিতে ছোট ছোট একাধিক অ্যানটেনা সেই প্রতিফলিত সংকেতগুলো ধরতে পারবে এবং সেই অনুযায়ী ফোনকে কাজ করার নির্দেশ দেবে ৷গবেষকরা এই প্রকল্পের নাম দিয়েছেন ‘সাইডসোয়াইপ’।

- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/24/132968#sthash.3ElcTWWf.dpuf