ফেসবুকে বেশি বেশি সেলফি সম্পর্কের অবনতি ঘটায়

Author Topic: ফেসবুকে বেশি বেশি সেলফি সম্পর্কের অবনতি ঘটায়  (Read 855 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ফেসবুকে বেশি বেশি সেলফি সম্পর্কের অবনতি ঘটায়



সোশাল মিডিয়ায় অতিরিক্ত সেলফি দিলে সম্পর্কের অবনতি ঘটে। এতে বন্ধু, সহকর্মী এমনকি পরিবারের সঙ্গে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। কাজেই যারা সব সময় ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশাল মিডিয়ায় একের পর সেলফি দিচ্ছেন তাদের সম্পর্কের বিষয়টি মাথায় আনার সময় হয়েছে।

বার্মিংহাম বিজনেস স্কুল-এর গবেষক ড. ডেভিড হাগটন বলেন, নিজের ছবি নিজে তোলার বিষয়টি সবচেয়ে বিরক্তিকর। আর সেই ছবিটাও অদ্ভুত। আর এই ছবি একের পর শেয়ার করতে থাকাটাও বিরক্তিকর হয়ে ওঠে অন্যের কাছে।

ফেসবুক বা অন্যান্য সোশাল মিডিয়ায় সবার কাছে আমাদের তথ্যগুলো পৌঁছানো গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুমহল, পরিবার, আত্মীয়-স্বজন এবং সম্পর্কের নানা স্তরে এসব তথ্যের ভিন্ন ভিন্ন আবেদন থাকে। তাই আপনার সেলফিও একেক জনের কাছে একেকভাবে গ্রহণযোগ্য হবে বা তা হয়ে উঠবে বিরক্তিকর।

গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত সেলফি পোস্ট করতে অভ্যস্ত তারা পরিচিতজনের কাছ থেকে কম সমর্থন পেয়ে থাকেন। আবার ফেসবুকে যে সব বন্ধুরা সেলফি দিয়ে থাকেন তাদের প্রতিও একটা বিরূপ মনোভাব তৈরি হয় বলে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়। তাই সোশাল মিডিয়ার মতো বিশাল এক খাতে নিজেকে কেন বিরক্তিকর করে তুলবেন? তাই সেলফি দিতে পারেন। কিন্তু বেশি বেশি সেলফি আসলেও বেশ বিরক্তিকর এবং এতে বিরূপ প্রতিক্রিয়াই পাবেন আপনি।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া - See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/09/23/132523#sthash.k1EJKXNS.dpuf