নাসা এলিয়েনের দেখা পেতে যাচ্ছে আগামী ২০ বছরের মধ্যেই!

Author Topic: নাসা এলিয়েনের দেখা পেতে যাচ্ছে আগামী ২০ বছরের মধ্যেই!  (Read 830 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
নাসা এলিয়েনের দেখা পেতে যাচ্ছে আগামী ২০ বছরের মধ্যেই!



উঁচু পর্যায়ের বিজ্ঞানীদের এক আলোচনার পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষনা কেন্দ্র নাসার পরিচালকের সাথে কথা বলে জানা গেছে যে, এলিয়েনের অস্তিত্ব আগামী ২০ বছরের ভেতরে খুঁজে পাবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী।  কিন্তু নাসা মনে করে পৃথিবীর বাহিরে প্রানের অস্তিত্ব থাকলেও সেটি হওয়ার সম্ভাবনা আমাদের সৌরজগতের বাইরেই বেশি।



তারা বলেন, আমরা যে একা নই এই মহাবিশ্বে তা আমরা আগামী ২০ বছরের ভেতরেই দেখতে পারবো। আর বদলে দিবে সবকিছুই এই তথ্য। কেপলার স্পেস টেলিস্কোপের সাফল্যের পরই ডালপালা মেলতে শুরু করে এই ধারনাটি। মূলত অন্যান্য গ্রহের খোঁজ পেতেই টেলিস্কোপটি ডিজাইন করা হয় কিংবা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত তারা। আর টেলিস্কোপটি কাজটি করতে সমর্থ হয়। টেলিস্কোপটি প্রায় ৭০০ নতুন গ্রহের সন্ধান পায় শুধুমাত্র ২০১৪ সালেই। কমপক্ষে একটি গ্রহ প্রতিটি তারকাকে কেন্দ্র করেই ঘুরছে, আবার কখনো একের অধিক, এখন তাই মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা।