আইফোন সিক্সের পর এবার ম্যাক মিনি

Author Topic: আইফোন সিক্সের পর এবার ম্যাক মিনি  (Read 765 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
আইফোন সিক্সের পর এবার ম্যাক মিনি



প্রযুক্তি বাজারের নতুন অতিথি ম্যাক মিনি। শীঘ্রই বাজার মাতাতে নতুন এ ডিভাইস আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল। যদিও আগের মতো অ্যাপলের চমক দেয়ার যোগ্যতা নেই। প্রযুক্তি বাজারে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে নতুন ও অভিনব ডিভাইস নিয়ে হাজির হচ্ছে সে সূত্র ধরে সহজেই বলা যায় অ্যাপলের চমক দেয়ার ধারা দারুনভাবে ব্যাহত হয়ে পড়েছে।

অনেকের মতে স্টিভ জবস চলে যাওয়ার পর থেকেই নতুনত্ব হারায় অ্যাপল পণ্য। তবে সম্প্রতি বাজারে আসা আইফোন সিক্স দিয়ে চমকের ধারায় অ্যাপল ফিরতে পারে বলে আশা ছিল ভক্তদের মাঝে। তবে নতুন ফোনটি বেঁকে যাওয়াসহ অন্যান্য ঝামেলা হতাশ করেছে তাদের। আর এমন অবস্থায় আগামী মাসেই ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার ম্যাক মিনি'র নতুন সংস্করণ উম্মোচন করে ব্যবহারকারীদের চমকে দিতে আঁটসাঁট বেঁধে কাজ করছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টেকরাডারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসে ম্যাক মিনি ছাড়াও নতুন আইপ্যাড সংস্করণ এবং ওএসএক্স ইয়োসেমিট উন্মুক্ত করা হতে পারে।

- See more at: http://www.deshebideshe.com/news/details/40977#sthash.HpHU4tYE.dpuf