নিলামে অ্যাপলের কম্পিউটার

Author Topic: নিলামে অ্যাপলের কম্পিউটার  (Read 560 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
নিলামে অ্যাপলের কম্পিউটার



অ্যাপলের নির্মিত প্রথম ডেক্সটপ পার্সোনাল কম্পিউটার চলতি মাসেই নিলামে উঠতে যাচ্ছে। খোদ স্টিভ জবসের গ্যারাজে দীর্ঘদিন ধরে পরে থাকা অ্যাপলের কম্পিউটারটি এখন প্রযুক্তিপ্রেমীদের মূল আকর্ষণ। ১৯৭৬ সাল থেকেই মূলত এই কম্পিউটারটি জবসের গ্যারাজে অব্যবহৃত অবস্থায় ছিল।

বাণিজ্যিকভিত্তিতে মাত্র ৫০টি অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরি করেছিল অ্যাপল প্রথমদিকে। যার প্রায় সবগুলোই বিভিন্ন সময়ে নষ্ট এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ভাগ্যক্রমে টিকে যায় একমাত্র স্টিভ জবসের কম্পিউটার।

চলতি মাসের ২২ তারিখ বনহ্যাম নিলামঘরে এই কম্পিউটারটি বিক্রি করা হবে। প্রাথমিক মূল্য হিসেবে অ্যাপল ওয়ানের দাম ধরা হয়েছে তিন লাখ মার্কিন ডলার।(দুই কোটি ৩৪ লাখ টাকা)। এর আগে গত বছর এই মডেলের আরো একটি কম্পিউটার বিক্রি হয়েছিল ছয় লাখ ৭১ হাজার মার্কিন ডলারে(প্রায় পাঁচ কোটি ২৪ লাখ টাকা)।

বনহ্যাম নিলাম ঘরের বিশেষজ্ঞ ক্যাসান্ড্রা হ্যাটন বলেন, 'এই প্রথম ম্যানহাটন প্রকল্পের কোনো জিনিস বিক্রি করা হচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। যাদের কাছে ইতিহাস এবং প্রযুক্তির মূল্য আছে তারা এই নিলামে না এসে পারবেন না। কারণ বারবার এই সুযোগ মিলবে না।'

তবে এবারই প্রথম এই নিলামটি বিশ্বের সকল প্রান্তের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বনহ্যাম নিলামঘরের নির্দিষ্ট ওয়েবসাইটে চাইলে যেকেউ নিলামে অংশগ্রহন করতে পারবে। এছাড়াও নিলামে থাকছে শুরুর দিককার ইলেকট্রিক কী-বোর্ড, দুর্লভ সাউন্ড সিনথেসাইজারসহ আরো অনেক কিছু।

বিডি-প্রতিদিন/১২ অক্টোবর ২০১৪/জান্নাত

টেক ওয়ার্ল্ড - See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/10/12/36111#sthash.jjqrmNgk.dpuf