ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন

Author Topic: ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন  (Read 559 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন



ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন বাজারে ছেড়েছে নতুন প্রতিষ্ঠান ইয়োটাফোন। এই নতুন স্মার্টফোনের একদিকে ক্রিস্টাল ডিসপ্লে এবং অপরদিকে ইলেকট্রনিক পেপার ডিসপ্লে রয়েছে।

১২৮০x৭২০ পিক্সেলের স্ক্রিন রেজেলিউশন ও ৩৪২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৬৪০ x ৩৬০ পিক্সেল ও ১৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি থাকছে স্মার্টফোনটিতে।

ফাস্ট জেনারেশনের এ ফোনটির ৪.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১.৭জিএইচজেড ডুয়েল-কোর প্রসেসর, ৪.২.২ জেলি বেন অ্যান্ড্রয়েড। সেই সঙ্গে থাকছে ২জিবি র‌্যাম, ৩২ জিবি সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি তুলতে ১ মেগাপিক্সেল ক্যামেরা।

আর কানেকটিভিটির দিক থেকে থাকছে টু-জি, থ্রি-জি, ফোর-জি, ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.০ এর সুবিধা।

ইয়োটাফোন জানিয়েছে, এই স্মার্টফোনের মূল্য ৩০ হাজার টাকা। তবে শুক্রবার ভারতের বাজারে ফোনটি ছাড়া হলেও বাংলাদেশে আসতে কিছুটা সময় লাগবে।

বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৪/জান্নাত

টেক ওয়ার্ল্ড - See more at: http://www.bd-pratidin.com/tech-world/2014/10/18/37475#sthash.HI6Nibkg.dpuf