আপনাকে স্মার্ট বানাবে গুগল!

Author Topic: আপনাকে স্মার্ট বানাবে গুগল!  (Read 972 times)

Offline Tasnuva Anowar

  • Jr. Member
  • **
  • Posts: 62
  • Test
    • View Profile
স্মার্ট হতে গেলে ঠিক কী করতে হবে আপনাকে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড। আপনি যদি গুগলের কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করেন গুগলই আপনাকে স্মার্ট বা অত্যাধুনিক বানাবে।
সম্প্রতি গুগলের চেয়ারম্যান এরিক স্মিড বলেছেন, আপনার জন্য আদর্শ একটি কৃত্রিম ব্যক্তিগত সহকারী তৈরি করে দেবে গুগল। এর জন্য কী কী লাগবে? আপনাকে স্রেফ বেশি বেশি ব্যক্তিগত তথ্য গুগলকে দিতে হবে।
এরিক স্মিড মনে করেন, আগামী দুই দশকের মধ্যেই চালকবিহীন গাড়ি কিংবা স্মার্টফোনে রোগ নির্ণয়ের মতো প্রযুক্তির কল্যাণে একটি সংযুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। আর এ ক্ষেত্রে গুগলের মতো প্রযুক্তি মানুষকে উন্নত ও স্মার্ট বা বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এক সাক্ষাৎকারে সিএনএনকে এরিক স্মিড বলেছেন, এখনকার সার্চ সেবাকে ছাপিয়ে গুগল বিপ্লব আপনাকে স্মার্ট করে তোলার ভূমিকা নেবে। আর আপনি যদি গুগলকে সবকিছু জানান, এ ক্ষেত্রে গুগলই আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি কী গুগলের এই সেবা নেবেন? অবশ্য গুগলের এই সেবা নিতে আপনি আগ্রহীই হবেন। কেননা গুগল আপনাকে বিনা মূল্যেই এই সেবা দিয়ে যাবে।
অনেকেই হয়তো ভাবছেন, গুগলের এই সেবা কি একেবারেই বিনা মূল্যের সেবা? স্মিড বলছেন, অবশ্যই, তা বিনা মূল্যের সেবা কেবল অল্প কিছু তথ্য গুগলকে জানাতে হবে আর কিছু নয়।

স্মার্ট ব্যক্তিগত সহকারী প্রসঙ্গে স্মিড বলেন, যে কোনো ভালো ব্যক্তিগত সহকারীর মতো গুগলকে আপনার সবকিছুই জানতে হবে। আপনি কোন সাইটে যান, কী সার্চ করেন, কাকে মেইল করেন—সবকিছুর ওপর নজরদারি করতে হবে। অবশ্য গুগল আপনাকে জোর করবে না।
স্মিড বলেন, গুগলের প্রাইভেসি সেটিংস থেকে কতটুকু তথ্য গুগলকে জানাবেন তা নির্ধারণ করে দেওয়ার মালিক আপনিই থাকবেন।
গুগল কারও ব্যক্তিগত নির্দিষ্ট কোনো তথ্য কোনো তৃতীয় পক্ষে​র বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করে না। তবে নির্দিষ্ট শ্রেণির বিজ্ঞাপন দেখানোর জন্য কিছু সাধারণ তথ্য গুগলকে ব্যবহার করতে হয়। যেহেতু এখন অনেক মানুষ অনলাইনে তাঁদের জীবনের অধিকাংশ সময় থাকবেন, তাদের তথ্য কাদের কাছে থাকছে সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্মিড আরও জানিয়েছেন, এখন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থা উন্নত করছে বলে তথ্য চুরির হার কমে যাবে। অন্যদিকে গুগল বিশ্বাস করে, আপনি যতটুকু দেবেন তার চেয়েও অধিক আপনি গুগলের কাছ থেকে ফেরত পাবেন।
Tasnuva Binte Anowar
Lecturer
Dept. of EEE