শিগগিরই আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ

Author Topic: শিগগিরই আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ  (Read 1085 times)

Offline khairulsagir

  • Full Member
  • ***
  • Posts: 142
  • Test
    • View Profile
আর দেরি করতে রাজি নয় মাইক্রোসফট। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে আনবে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।

মাইক্রোসফটের পরিধেয় প্রযুক্তিপণ্যটি হবে স্মার্টওয়াচ যা পরিধানকারীর হৃৎস্পন্দন মাপতে পারবে। এ ছাড়া এটি বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্ম সমর্থন করবে। এতে একবার চার্জ দিলে তা দুই দিনেরও বেশি চলবে।

বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের স্মার্টওয়াচে দীর্ঘ সময় চার্জ থাকার সুবিধার কারণেই এটি বর্তমানে বাজারে থাকা স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার ও মটোরোলার মটো৩৬০ স্মার্টওয়াচের চেয়ে এগিয়ে থাকবে। এই দুটি স্মার্টফোনে প্রতিদিন চার্জ দিতে হয়।

বাজার গবেষকেরা ধারণা করছেন, নতুন স্মার্টওয়াচ ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই তা বাজারে ছেড়ে দেবে মাইক্রোসফট। স্মার্টওয়াচের ক্ষেত্রে আরেক মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলেরও আগ্রহ রয়েছে। তারাও শিগগিরই স্মার্টওয়াচ আনতে পারে। অ্যাপলকে ঠেকাতে তাই স্মার্টওয়াচ আনার ক্ষেত্রে তড়িঘড়ি করছে মাইক্রোসফট।
গত মে মাসে ফোর্বস মাইক্রোসফটের স্মার্টওয়াচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যাতে বলা হয়েছিল মাইক্রোসফটের কাইনেক্ট বিভাগ থেকে প্রকৌশলী এনে স্মার্টওয়াচ তৈরির কাজ করছে তারা। এই স্মার্টওয়াচ আইফোন, অ্যান্ড্রয়েডচালিত পণ্য ও উইন্ডোজ ফোন সমর্থন করবে। তবে এ ঘড়ির ব্র্যান্ড নাম কী হবে বা এর দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
বাজার গবেষকেরা বলছেন, মাইক্রোসফট পরিধেয় প্রযুক্তিপণ্য আনলে প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী সত্য নাদেলার হাত ধরেই নতুন ধরনের ডিভাইস বিভাগে পা রাখবে তারা। পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রটি নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের যথেষ্ট আগ্রহ দেখানো সত্ত্বেও এ বাজারটি এখনো অজানাই।
গবেষকেরা ভবিষ্যদ্বাণী করছেন যে, আগামী বছর পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজার ৭১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।



Source: www.prothom-alo.com