« on: October 25, 2014, 04:47:02 PM »
ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনটিতে প্রায়ই নানারকম এডভেঞ্চারের কাহিনী ছাপা হয়।ম্যাগাজিনটিতে ছাপানো বিশ্বসেরা তিনটি এডভেঞ্চারের কাহিনীর তালিকা নিচে দেওয়া হলো :
বেলুনে ১৪ মাইল:
তিরিশের দশক থেকে বেলুনে চড়ে আকাশজয়ের চেষ্টা শুরু করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযানগুলো সফল হলেও রেকর্ড গড়তে পারেনি দুই পরাশক্তির কেউই। রেকর্ড গড়ার নেশায় মার্কিনরা ডাকল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিকে।
সোসাইটি ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ‘দ্য ন্যাশনাল জিওগ্রাফিক-আর্মি এয়ার কর্পোরেশনস স্ট্র্যাটোস্ফেয়ার এক্সপ্লোরার’ অভিযানের দলনেতা নির্বাচিত হলেন আলবার্ট উইলিয়াম স্টিভেনস। বাকি দুই অভিযাত্রী-ক্যাপ্টেন অরভিল আরসন এন্ডারসন, মেজর উইলিয়াম ই কিপনার।
১৯৩৪ সালের ২৯ জুলাই শুরু হলো ‘এক্সপ্লোরার-১’। তবে বেলুন ফেটে ব্যর্থ হয়ে গেল অভিযান। সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন তিন অভিযাত্রী। ১৯৩৫ সালের ১১ নভেম্বর দক্ষিণ ডাকোটার র্যাপিড সিটির ‘স্ট্র্যাটোবল’ স্টেশনে শুরু হলো ‘এক্সপ্লোরার-২’। ২০ হাজার দর্শকের সামনে দিয়ে তরতর করে বেলুন উঠে গেল ১৪ মাইল ওপরে। ২১ বছরে এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ।
উঁচু থেকে লাফ:
গত বছরের অক্টোবরে ২৩ মাইল ওপর থেকে লাফ দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ফেলিক্স বমগার্টনার। এর আগের রেকর্ডটি ছিল মার্কিন বিমানবাহিনীর কমান্ডো পাইলট জোসেফ উইলিয়াম কিটিংগারের দখলে।
১৯৬০ সালে ১৮ দশমিক ৫ মাইল ওপর থেকে লাফ দিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েন। কিটিংগারই প্রথম মানুষ, যিনি গ্যাস বেলুনে চেপে পাড়ি দেন আটলান্টিক মহাসাগর।
এভারেস্টে অভিযান:
১৯৬৩ সালে প্রথমবারের মতো এভারেস্টের শীর্ষে পৌঁছার জন্য অভিযান চালায় মার্কিনরা। দলে ছিল ন্যাশনাল জিওগ্রাফিকও। আবিষ্কৃত হয় এভারেস্ট চূড়ায় যাওয়ার নতুন পথ।
সুইস পর্বতারোহী নরম্যানের নেতৃত্বে অভিযানে অংশ নেন ১৯ মার্কিন পর্বতারোহী।
Source: http://www.latestbdnews.com/strange-news/76489/2014/10/news-article
« Last Edit: November 02, 2014, 10:31:43 AM by ariful892 »

Logged
.............................
Md. Ariful Islam (Arif)
Administrative Officer, Daffodil International University (DIU)
E-mail: ariful@daffodilvarsity.edu.bd , ariful@daffodil.com.bd , ariful333@gmail.com