পৃথিবীর মেরু চৌম্বকত্ব হারাতে যাচ্ছে

Author Topic: পৃথিবীর মেরু চৌম্বকত্ব হারাতে যাচ্ছে  (Read 1075 times)

Offline mahzuba

  • Full Member
  • ***
  • Posts: 235
  • Test
    • View Profile
পৃথিবীর উত্তর মেরু চৌম্বকত্ব হারিয়ে দক্ষিণ মেরুতে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সিং বিজ্ঞানীরা।

এরকম ঘটনা পৃথিবীর জীবনযাত্রায় এর আগেও ঘটেছে। বিজ্ঞানীদের মতে,  প্রায় ৭ লক্ষ ৮৬ হাজার বছর আগে উত্তর চুম্বক মেরু উল্টে গিয়ে আন্টার্টিকা চলে গিয়েছিল। মেরুদ্বয়ের এই চৌম্বকত্বের ‘পাল্টি’কে বলা হয়েছিল মাতুয়ামা-ব্রুণে ম্যাগনেটিক রিভার্সাল।

পৃথিবীর চুম্বক মেরু পরিবর্তনের কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করছেন, যখনই কোনো মেরু চৌম্বক শক্তি হারায় পৃথিবীর মেরুর চৌম্বকীয় পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পর পৃথিবীর পুণরায় চুম্বক সমতা ফিরে আসে।

পৃথিবীর চুম্বকক্ষেত্র তৈরি হয় অন্তস্তলে গলিত লৌহের গতিবিধির ওপর। যদিও বিজ্ঞানীরা স্পষ্ট নন কখন কীভাবে পৃথিবীর চুম্বক পরিবর্তন হয়। তবে বিজ্ঞানীরা একমত, নিকট ভবিষ্যতের যে কোনো দিন ঘটতে পারে পৃথিবীর ভূচৌম্বকীয় পরিবর্তন।