Good News for Diabetes Patients

Author Topic: Good News for Diabetes Patients  (Read 1431 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2006
    • View Profile
    • Daffodil International University
Good News for Diabetes Patients
« on: November 06, 2014, 11:41:38 AM »
ডায়বেটিস রোগীদের জন্যে সুখবর!!


ঘটনাটি একজন ডায়বেটিস আক্রান্ত ৬৫ বছর বয়সী নারীর যিনি বিগত ২০ বছর ধরে ডায়বেটিসের কারণে দুই বেলা ইনসুলিন গ্রহন করতেন।তিনি কিছুদিন ঘরে থাকা সরঞ্জাম দিয়ে তৈরি এমন একটি ওষুধ সেবন করেছেন যার দরুন আজ তিনি সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত এবং তিনি প্রতিনিয়ত তার প্রিয় মিষ্টির তৈরি খাবার খাচ্ছেন ।

অবাক হয়েছেন কি? অবাক হবার মতই একটি ঘটনা। জেনে আরও অবাক হবেন যে এখন চিকিৎসকেরাও তাকে ইনসুলিন এবং ব্লাডসুগার নিয়ন্ত্রণের ওষুধ  নিতে মানা করেছেন।
দীর্ঘদিনের গবেষণার পরে মুম্বাই এর গবেষকেরা অবশেষে এমন একটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে যা স্বল্প খরচে ও স্বল্প সময়ে ডায়বেটিস   নিয়ন্ত্রণে সক্ষম।

মুম্বাই কিডনি হাসপাতালের ডাক্তার  টনি আলমেদিয়া সামাজিক মাধ্যমে সবাইকে অনুরোধ করেছেন  এ বিষয়টি সম্পর্কে সবাইকে অবগত করে দিতে এবং অন্যকে সুস্থ ভাবে বেচে থাকার সুযোগ করে দিতে।

এ ওষুধ তৈরিতে যা প্রয়োজনঃ 
গম-১০০ গ্রাম
এডিবল গাম বা ঘানিগাছের আটা (ভারতীয় মসলা) -১০০ গ্রাম
যবের গুঁড়াঃ ১১ গ্রাম
কালুঞ্জি বা কালো জিরেঃ ১০০ গ্রাম

প্রণালীঃ
৫ কাপ পানির মধ্যে সবগুলো উপাদান মিশিয়ে নিন এবং ১০ মিনিট পর্যন্ত সিদ্ধ করুন। ঠাণ্ডা হয়ে গেলে ছেঁকে নিন এবং বোতল অথবা কোন পাত্রে সংরক্ষণ করুন।

ব্যবহার বিধিঃ
এই মিশ্রণটি ৭ দিন সকালে খালি পেটে ছোট এক কাপ আন্দাজে খান। পরবর্তী সপ্তাহে একই ভাবে বিকেল বেলায় মিশ্রণটি সেবন করুন।
এই দুই সপ্তাহ একটু নিয়ম করে মিশ্রণটি সেবন করলেই আপনি নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
আজই নিজ বাড়িতে এই মিশ্রণটি তৈরি করুন এবং ডায়বেটিসকে আপনার জীবন থেকে একেবারে দূর করে দিন।


Source: http://www.bdnewsdesk.com/sasthokotham/9805-2014-11-02-18-15-56
 
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
Re: Good News for Diabetes Patients
« Reply #1 on: January 27, 2015, 08:40:12 PM »
Thanks.
Sahadat