হাড়ের জোড়ায় আঘাত পেলে

Author Topic: হাড়ের জোড়ায় আঘাত পেলে  (Read 846 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
হাড়ের জোড়ায় আঘাত পেলে
« on: November 08, 2014, 11:28:51 AM »
হাড়ের জোড়ায় আঘাত পেলে



জীবনের কোনো না কোনো সময় যে কেউ জোড়ার আঘাতে ভুগতে পারে। তবে গোড়ালি, হাঁটু, কটি, কাঁধ, কনুই, মেরুদণ্ড ও আঙ্গুলের জয়েন্টে আঘাত বেশি ভোগে। আঘাতে জোড়ায় ব্যথা হয়, প্রথম ১০ মিনিটের মধ্যে বা ২-৩ ঘণ্টা পর জোড়া ফুলে যায়।

চিকিৎসা : বরফের টুকরা তোয়ালে বা ফ্রিজের ঠাণ্ডা পানি, প্লাস্টিকের ব্যাগে নিয়ে লাগালে ব্যথা ও ফুলা কমে আসবে। প্রতি ঘণ্টায় ১০ মিনিট বা দুই ঘণ্টা পর পর ২০ মিনিট অনবরত লাগাতে হবে। তবে এটা সহ্যের মধ্যে রাখতে হবে। এই পদ্ধতি আঘাতের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত চলবে। জোড়ায় ইলাসটো কমপ্রেশন বা স্প্লিন্ট ব্যবহারে ফুলা ও ব্যথা কমে আসে। জোড়ার নিচে বালিশ দিয়ে উঁচু করে রাখলে ফুলা কম হবে। কোমরে সাপোর্ট বা কোরসেট ব্যবহার করতে হবে। এনালজেসিক বা ব্যথানাশক ও দরকার হলে এন্টিবায়োটিক ওষুধ সেবন করা প্রয়োজন।

হাড় ভাঙলে বা জোড়া স্থানচ্যুতি হলে দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে। প্রাথমিক চিকিৎসায় রোগীর ব্যথা ও ফুলা সেরে উঠার পর, জোড়ারবিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে কি কি লিগামেন্ট, পেশি বা মেনিসকাস ইনজুরি হয়েছে নির্ণয় করতে হবে।

ডা. জি.এম জাহাঙ্গীর হোসেন আথ্রোস্কোপিক সার্জন ডিজিল্যাব মেডিকেল সার্ভিসেস, মিরপুর, ঢাকা।

- See more at: http://www.bd-pratidin.com/health/2014/11/08/42048#sthash.mkqkHbj4.dpuf