মাধ্যাকর্ষণে রক্ষা মহাকর্ষের

Author Topic: মাধ্যাকর্ষণে রক্ষা মহাকর্ষের  (Read 1127 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
মহাবিস্ফোরণ কিংবা বিগ ব্যাংয়ের পর থেকেই সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব। এর আগ পর্যন্ত মহাবিশ্ব ছিল স্থির, অধিক ঘনত্বসম্পন্ন ও গরম। সম্প্রসারণের পর্ব থেকেই ধ্বংসের দিকেও যাত্রা শুরু হতে পারত মহাবিশ্বের। হয়নি, কারণ মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণই থামিয়েছিল মহাবিশ্বের অস্থিরতা। সাম্প্রতিক এক গবেষণা শেষে সমগ্র মহাবিশ্ব টিকে থাকার জন্য মাধ্যাকর্ষণকেই কৃতিত্ব দিয়েছেন গবেষকরা। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেন এবং ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিংকির পদার্থবিদরা হিগস বোসন কণার উদ্ভাবন-পরবর্তী গবেষণা শেষে এ অনুসিদ্ধান্তে এসে পৌঁছেন। তাঁদের ধারণা, বিগ ব্যাংয়ের সময় উদ্ভাবিত হিগস বোসন কণার কারণেই দ্রুতবর্ধনশীল মহাবিশ্বে অস্থিরতা তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এরপর খুঁজতে শুরু করেন সেই শক্তি, যা তখনকার অস্থিরতা থামাতে ভূমিকা রেখেছিল।
তাঁদের বিশ্বাস, ক্রিয়াশীল বলের মধ্যে ‘মাধ্যাকর্ষণ’ থাকায় এই শক্তিই মহাবিশ্বকে বাঁচিয়ে দেয়। নাহলে, বিভিন্ন বিন্দু নিজেদের আকর্ষণবলকে ছিন্ন করে আরো দূরে ছড়িয়ে পড়ত। গবেষকরা এখন হিগস বোসন কণা এবং মাধ্যাকর্ষণের সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছেন। এই দুইয়ের মধ্যে যেকোনো সম্পর্কই মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে স্থিতিশীলতা সম্পর্কে বিজ্ঞানীদের এত দিনের জিজ্ঞাসার অবসান ঘটাবে। এ জন্য এ গবেষণাকে মহাজাগতিক পর্যায়ে আরো বিস্তৃত করতে চাইছেন তাঁরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2014/11/20/153185

Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar