ক্যান্সার চিকিৎসার বিকল্প ওষুধ করলা!

Author Topic: ক্যান্সার চিকিৎসার বিকল্প ওষুধ করলা!  (Read 678 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile


বর্তমান সময়ের অন্যতম মরণব্যাধি হলো ক্যান্সার। কিন্তু অতি সহজেই আমরা এই রোগ থেকে পরিত্রান পেতে পারি। আর এ জন্য আপনাকে নিয়মিত করলা খেতে হবে। বিশেষ করে মাথা, ঘাড় ও স্তন ক্যান্সার রোধে করলা খুবই সহায়ক ভূমিকা পালন করে। ভারতীয় লোটি ক্যারোলিন হার্ডি চ্যারিটেবল ট্রাস্টের একদল গবেষক এমনটিই দাবি করেছেন।

ভারতের সেন্ট লুই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজির অধ্যাপক রত্না রায় বলেন, দীর্ঘদিন ক্যান্সার নিয়ে গবেষণাকালে তিনি দেখতে পান ভারতীয় সবজি তিতা তরমুজ বা করলার মধ্যে যে রাসায়নিক উপাদান রয়েছে তা ক্যান্সার নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিনের খাদ্য তালিকায় করলা রাখলে মাথা ও ঘাড় ক্যান্সার রোধে তা বিশেষভাবে সাহায্য করে।

অধ্যাপক রত্না আরও বলেন, গবেষণায় দেখা যায় মাথা ও ঘাড় ক্যান্সারের চিকিৎসায় বিকল্প ওষুধ হিসেবে করলা পরিপূরকভাবে কাজ করছে। ক্যান্সার বিস্তার রোধে অত্যন্ত তিতা করলা খুবই কার্যকর। করলার নির্যাস ক্যান্সার সেল গঠনে বাধা দেয়। স্তন ক্যান্সার রোধেও করলার নির্যাস খুবই উপকারী বলেও জানান তিনি।
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.