বিদেশি লিগে খেলতে পারবেন সাকিব

Author Topic: বিদেশি লিগে খেলতে পারবেন সাকিব  (Read 705 times)

Offline imam.hasan

  • Full Member
  • ***
  • Posts: 246
    • View Profile
 বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদেশি লিগে খেলার ওপর দেড় বছরের যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ বিদেশি লিগে খেলার ব্যাপারে সাকিবের উপর যে নিষেদ্ধাজ্ঞা ছিল তা তুলে নেয়ার জন্য বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বোর্ড মিটিংয়ে এ বিষয় জানানো হবে।’

এর আগে বোর্ড থেকে অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া এবং তার আচরণগত ত্রুটির কারণে চলতি বছরের ৭ জুলাই বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস এবং বিদেশি লিগে খেলতে আগামী বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে সাকিবের ওপর।

ফলে সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজে ব্যর্থ হলে সাকিবের বিষয়ে নমনীয় হয় বোর্ড।

এরপর সাকিব আল হাসান তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে বিসিবির কাছে আপিল করলে গত ২৬ আগস্ট বোর্ড সভায় তাকে দেশের হয়ে খেলার জন্যে অনুমতি দিলেও, বিদেশে লিগ খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছিল বিসিবি।

এরপর এ মাসের ১১ তারিখ আইসিসির মিটিং শেষে দেশে ফিরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘সাকিবের আচরণের পরিবর্তনে বোর্ড খুশি, সাকিব আপিল করলে তার বিদেশে খেলা ব্যাপারে যে নিষেধাজ্ঞা তাও তুলে নেওয়ার বিষয়ে বিবেচনা করবে বোর্ড।’

ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরা জানিয়েছেন বিশ্বকাপের আগে সাকিব ইস্যুটি আর ঝুলিয়ে রাখতে আগ্রহী নয় তারা। সূত্রটি জানিয়েছে যেহেতু সাকিবের আচরণে দৃশ্যমান উন্নতি হয়েছে, তাই তার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে চায় বোর্ড পরিচালকরা।