কাঁটাতার নয় ভারত সীমান্তে এবার অদৃশ্য দেয়াল

Author Topic: কাঁটাতার নয় ভারত সীমান্তে এবার অদৃশ্য দেয়াল  (Read 1207 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management


অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তের উচ্চ প্রযুক্তির অদৃশ্য দেয়াল বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কেউ সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেই এই দেয়ালে ধাক্কা খাবে। কিন্তু কিছুই দৃষ্টিগোচর হবে না।

সায়েন্স ভিকশন সিনেমা বা ভিডিও গেমপ্রেমীদের কাছে বিষয়টি অব্শ্য অজানা নয়। বিশেষ করে যুদ্ধ যুদ্ধ খেলাতে এমন দেয়াল থাকে। যেগুলো আসলে লেজার ওয়াল। এতে ধাক্কা খেয়ে কতোবার যে গেম ওভার হয়!

এবার পাক-ভারত সীমান্তে এমন দেয়ালই বসানো হবে।।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্ত পেরিয়ে কেউ গোপনে ভারতে ঢোকার চেষ্টা করলেই ধাক্কা খাবে এই অদৃশ্য দেয়ালে। তখনই বেজে উঠবে অ্যালার্ম। সজাগ হয়ে যাবে সীমান্তরক্ষী বাহিনী। অর্থাৎ অনুপ্রবেশকারী বা জঙ্গিরা বুঝতেই পারবে না, কোথায় রয়েছে লেজার ওয়াল।

এ ব্যাপারে বিএসএফের ডিরেক্টর জেনারেল ডি কে পাঠক বলেন, ‘নিত্য নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে আমরা প্রতিনিয়ত অস্ত্র-সহ যুদ্ধের সাজ-সরঞ্জাম আধুনিক করছি। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে লেজার ওয়ালকেই আমাদের সবচেয়ে আধুনিক সমাধান মনে হয়েছে।’

বিএসএফ কর্মকর্তারা জানান, বেশ কিছু দুর্গম সীমান্ত আছে, যেখানে কাঁটাতার দেয়া সম্ভব হচ্ছে না। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রত্যেক জায়গায় নজরদারি চালানোও অনেক সময় কঠিন হয়ে যায়। সেসব জায়গায় লেজার ওয়াল অনুপ্রবেশ ঠেকাতে দারুণভাবে সাহায্য করবে।

বাংলামেইল২৪ডটকম/ জেএ


Source

Offline Md. Neamat Ullah

  • Full Member
  • ***
  • Posts: 183
    • View Profile
Md. Neamat Ullah
Administrative Officer
Daffodil International University
Cell: 01811458868, 01675341465
E-mail: neamat@daffodilvarsity.edu.bd
neamat@daffodil.com.bd