৫টি সমস্যার সমাধান করবে সাধারণ বেবি পাউডার!

Author Topic: ৫টি সমস্যার সমাধান করবে সাধারণ বেবি পাউডার!  (Read 1428 times)

Offline shan_chydiu

  • Sr. Member
  • ****
  • Posts: 276
  • Test
    • View Profile
শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? ভাবছেন বেবি পাউডার দিয়ে কী এমন সমস্যার সমাধান হয়? আমরা মনে করি বেবি পাউডার তো শুধু বাচ্চাদের জন্যই, কেননা তাদের ত্বকের সুরক্ষায় বেবি পাউডার ব্যবহার করা হয়। তবে এই এই সামান্য বেবি পাউডার দিয়েও কিন্তু রোজকার জীবনের নানা রকম সমস্যার সমাধান করা সম্ভব। চলুন কথা না বাড়িয়ে জলদি জেনে নেই বেবি পাউডারের ৫টি ভিন্নধর্মী ব্যবহার।

১। শখের নেকলেসে প্যাচ লেগে গিয়েছে? এক নেকলেসের সাথে অন্য নেকলেসের চেন এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে খুলতেই পারছেন না। কী করবেন তখন? দেরি না করে নেকলেসের প্যাচ লেগে যাওয়া অংশে সামান্য বেবি পাউডার দিয়ে দিন। তারপর একটি পিন নিয়ে আস্তে আস্তে প্যাচ খুলে ফেলুন।

২। আমাদের সবার বাড়িতেই কম বেশি আসবাবপত্র থাকে। এবং কাঠের আসবাব থেকে মাঝে মাঝেই একটু স্যাঁতসেঁতে গন্ধ বের হয় এবং উজ্জ্বলতাও হারায় আসবাবের। কী করবেন ভাবছেন? সামান্য বেবি পাউডার নিয়ে আসবাবপত্রের ভেতরে কোনায় কোনায় সামান্য করে পাউডার ছড়িয়ে দিন এবং মাঝে মাঝে পরিষ্কার নরম কাপড়ে বেবি পাউডার নিয়ে আসবাবপত্রে ঘষুন। দেখবেন কিছুটা হলেও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

৩। অনেক সময় ছবি, প্রয়োজনীয় কার্ড অনেকদিন পড়ে থাকার কারনে একটির সাথে আরেকটি লেগে যায়। টান দিয়ে খুলতে গেলেই ছিঁড়ে যায়। তাই এই সমস্যার সমাধান হল লেগে যাওয়া কার্ডগুলোতে সামান্য বেবি পাউডার ছিটিয়ে দেয়া। দেখবেন একটু পর এমনিতেই খুলে যাবে আটকে যাওয়া কার্ডগুলো।

৪। বাড়িতে পিঁপড়ার সমস্যা কার নেই? এই পিঁপড়া বিশেষ করে রান্না ঘরে খুব যন্ত্রণা দিয়ে থাকে আমাদের। অবশ্য এই পিঁপড়া তাড়াতেও আছে সহজ সমাধান। যেদিক দিয়ে পিপড়ার আগমন ঘটে আপনার ঘরে, সেই জায়গাগুলোতে বেবি পাউডার ছিটিয়ে দিন। দেখবেন পিপড়ার আক্রমন কমে গিয়েছে।

৫। জুতা পরার সময় মোজা পরা হয়ে থাকে, কারণ যাতে পা না ঘেমে যায় এবং ঘেমে গেলেও মোজা সেই ঘাম শুষে নেয়। পায়ের ঘাম ও ঘাম থেকে হওয়া দুর্গন্ধ অনেকের জন্য বিশাল সমস্যা। মোজা পড়ার আগে আপনার পায়ে সামান্য বেবি পাউডার মেখে নিন। দেখবেন পাও ঘামবে না, বাজে ঘন্ধও হবেনা।

তথ্য সূত্রঃ healthdigezt.com

Shanjida Chowdhury

Offline diljeb

  • Full Member
  • ***
  • Posts: 164
    • View Profile

Offline ayasha.hamid12

  • Sr. Member
  • ****
  • Posts: 372
  • Test
    • View Profile
I will try to apply this technique if needed.

Offline ayasha.hamid12

  • Sr. Member
  • ****
  • Posts: 372
  • Test
    • View Profile
I will try to apply this technique if needed.