কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রই হবে মানব ধ্বংসের কারণ!

Author Topic: কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রই হবে মানব ধ্বংসের কারণ!  (Read 722 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile



কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন বা যন্ত্র তৈরির প্রচেষ্টা হতে পারে মানব জাতি ধ্বংসের কারণ। একদিন এ অতি আধুনিক যন্ত্রই মানুষের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠবে।

সম্প্রতি এমনই সতর্কবাণী শোনালেন বর্তমান বিশ্বের সবচেয়ে অগ্রগণ্য বিজ্ঞানী স্টিফেন হকিং

শোনা যাক তার মুখেই, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের অতি উন্নতি রুখে দেবে মানব যাত্রা।

প্রথিতযশা এ তত্ত্বীয় পদার্থবিদ অ্যামিওট্রোফিক লেটারাল স্ক্লেরোসিস (এএলএস) নামে এক ধরনের মস্তিষ্কের রোগে (মোটর নিউরন ডিজিজ) আক্রান্ত। এ রোগের কারণে তার পুরো শরীর প্যারালাইজড অর্থাৎ অসাড় হয়ে আছে। বর্তমানে কথা বলা ও যোগাযোগের জন্য তিনি টেক জায়ান্ট ইন্টেলের আবিষ্কৃত একটি অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন।


বিজ্ঞানীরা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রে যোগাযোগ সক্ষমতার জন্য একই প্রযুক্তি ব্যবহার করছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন স্টিফেন হকিং। তিনি বলছেন, ধীর গতির জীব বিবর্তনিক সীমাবদ্ধতা নিয়ে জন্মানো মানুষ যন্ত্রের কাছে একসময় হেরে যাবে। এভাবেই একদিন পৃথিবীতে থেমে যাবে মানবযাত্রা!
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.