ই-সিগারেটে মারাত্মক ক্যান্সারের ঝুঁকি

Author Topic: ই-সিগারেটে মারাত্মক ক্যান্সারের ঝুঁকি  (Read 818 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile


ই-সিগারেটে প্রচলিত সিগারেটের চেয়ে ১০ গুণ বেশি ক্যান্সারের উপাদান রয়েছে। জাপানি এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। জাপানের চিকিৎসাবিজ্ঞানীদের ওই গবেষণায় দেখা যায়, ই-সিগারেটে ব্যবহৃত তরল যে বাষ্প উৎপাদন করে তাতে ফরমালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডসহ একাধিক ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী রাসায়নিক খুঁজে রয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ গবেষণায় দেখা যায়, ই-সিগারেটে ব্যবহৃত তার বেশি উত্তপ্ত হয়ে উঠলে এসব ক্ষতিকারক পদার্থগুলো বেশি পরিমাণে উৎপাদিত হয়।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের কর্মকর্তা ডা. নাউকি কুনুগিতা জানান, গবেষণায় ই-সিগারেটের একটি ব্র্যান্ডে সাধারণ সিগারেটের তুলনায় ১০ গুণ বেশি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পেয়েছেন। এসব সিগারেটে উচ্চ মাত্রায় ফরমালডিহাইড এবং তুলনামূলক কম মাত্রায় অ্যাসিটালডিহাইড পাওয়া গেছে।

ফরমালডিহাইড ভবন নির্মাণ ও গন্ধযুক্ত তরল তৈরিতে এবং অ্যাসিটালডিহাইড রাসায়নিক কারখানায় অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক তৈরিতে ব্যবহৃত হয়। এ তথ্য ই-সিগারেট প্রচলিত সিগারেটের চেয়ে অধিকতর নিরাপদ এ ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জাপানেও ই-সিগারেট এখন পর্যন্ত অনুমোদিত নয়।

ই-সিগারেট প্রচলিত সিগারেটের চেয়ে নিরাপদ এমন ধারণার কারণে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিশেষ করে তরুণদের মাঝে ই-সিগারেট জনপ্রিয় হয়ে উঠেছে। ই সিগারেটে নিকোটিনসমৃদ্ধ তরল বাষ্প আকারে গ্রহণ করা হয়, কিন্তু এতে কোনো ধোঁয়া উৎপন্ন হয় না।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে ক্ষতিকর আখ্যায়িত করে তা নিষিদ্ধ করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। এ সিগারেট শিশু, কিশোর, গর্ভবতী এবং প্রজননক্ষম নারীদের জন্য খুবই ক্ষতিকর বলে সংস্থাটি জানায়।
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.

Offline ummekulsum

  • Sr. Member
  • ****
  • Posts: 386
  • Test
    • View Profile
A matter of wonder indeed...