ইবোলায় একদিনে দুই ডাক্তারের মৃত্যু

Author Topic: ইবোলায় একদিনে দুই ডাক্তারের মৃত্যু  (Read 713 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile


সিয়েরালিওনে এক দিনে ইবোলায় আক্রান্ত হয়ে দুই ডাক্তার মারা গেছেন। দেশটির সরকার ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ইবোলায় আক্রান্ত দেশগুলোতে ১০ জন ডাক্তারের মৃত্যু হলো।

ইবোলা রোগীদের সাথে সরাসরি কাজ না করলেও এ দুই ডাক্তার কিভাবে আক্রান্ত হয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এ বছর ছয় হাজার ২০০ মানুষ এ রোগে মারা গেছেন, যাদের বেশিরভাগই লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনির নাগরিক।
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.