বর্তমান সময়ে পৃথিবী জুড়ে সবচাইতে বড় যে সমস্যাগুলো

Author Topic: বর্তমান সময়ে পৃথিবী জুড়ে সবচাইতে বড় যে সমস্যাগুলো  (Read 1002 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
বর্তমান সময়ে পৃথিবী জুড়ে সবচাইতে বড় যে সমস্যাগুলো



দৈনন্দিন জীবনে চলার পথে কত বাধা-বিপত্তি আসে আমাদের জীবনে। কিন্তু তার পরেও সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে সবাই জীবন চালিয়ে নিচ্ছে জীবনের ধরাবাঁধা নিয়মে। তবে বর্তমান যুগে সমাজে যে সমস্যা গুলো খুব বেশি প্রকটভাবে দেখা দিয়েছে, সেগুলো কিন্তু আমরা কোন ভাবেই অতিক্রম করতে পারছিনা।

এই বিশাল পৃথিবীতে আমরা বাস করি কোটি কোটি মানুষ। এবং আমরা কেউই এই সমাজ ও পৃথিবীর বাইরে নই। তাই সবারই কি উচিত না নিজের পৃথিবী, পরিবেশ, সমাজের ব্যাপারে একটু চিন্তা করা? তাহলে জেনে রাখুন বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যাগুলো সম্পর্কে এবং নিজ দায়িত্বে চেষ্টা করুন কিছুটা হলেও সমাধান করতে।

ধূমপান, মদ্যপান ও নেশা করাঃ
এই ব্যাপারটিতে বর্তমান যুগের কথা বললে ভুল হবে, অনেক আগে থেকেই আছে এর আগ্রাসী সর্বনাশ। আমাদের সমাজের সবচেয়ে পরিচিত সমস্যা হল ধূমপান, মদ্যপান ও নেশা করা। একটি ১৩-১৪ বছরের কিশোর-কিশোরী থেকে শুরু করে ৪০-৫০ বছরের নর-নারীরাও পর্যন্ত এই কাজ গুলো করে থাকেন। অনেকেই মনে করে থাকেন যে এই কাজ গুলো করলে তাঁদের খুব স্মার্ট লাগে। কিন্তু এই বিষয়গুলো যুগযুগ ধরে আমাদের সমাজ ও সমাজের মানুষদের ক্ষতি করেই আসছে। স্কুল-কলেজের সিনিয়র ছেলে মেয়েদের প্রায় ২৫% ড্রাগ কেনে ও পৃথিবী জুড়ে ৪১% মানুষ এলকোহল কিনে থাকে। সময় থাকতেই আপনার আশেপাশের সবাইকে সতর্ক করে দিন এই সমস্যা সমধানের জন্য।

মেদবৃদ্ধিঃ
বর্তমান যুগে আমাদের পৃথিবীতে অন্যতম প্রধান সমস্যা হল মানুষের মেদবৃদ্ধি। গত ২০ সেঞ্চুরিতেও মেদবৃদ্ধি নিয়ে এত আলোচনা হয়নি। ১৯৯৭ সালে প্রথম ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন’ পরিচয় করিয়ে দেয় মেদবৃদ্ধির কারণগুলোর সাথে। ব্লাড প্রেশার, ডায়বেটিস এবং অন্যান্য নানা ধরনের অসুখ দেখা দেয় বাড়তি ওজনে কারণে। ২০০৫ সালের একটি গবেষণায় এসেছিল যে ৪০০ মিলিয়ন মানুষের মেদবৃদ্ধি পেয়েছে এবং তার কয়েক বছর পরে ২০০৮ সালে ১.৫ মিলিয়ন মানুষের মেদবৃদ্ধি পেয়েছে। পৃথিবীতে দিনে দিনে আরও মানুষের মেদবৃদ্ধি পাবে এবং তা অবশ্যই আমাদের পৃথিবী ও সমাজের জন্য মঙ্গল জনক না।

গ্লোবাল ওয়ারমিংঃ
গ্লোবাল ওয়ারমিং-এর সমস্যাটা পৃথিবীতে নতুন কিছু না। বহু বছর আগে থেকেই আমরা এই আবহাওয়া জনিত সমস্যায় ভুগে আসছি। কিন্তু দিনে দিনে এই সমস্যা অনেক বিশাল আকার ধারণ করেছে। গ্লোবাল ওয়ারমিং-এর কারণে পৃথিবীর দক্ষিন মেরুতে অবস্থিত এন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, কিছু দিন পর পর দেখা দিচ্ছে সুনামির মত বড় ঝড়-জলোচ্ছ্বাস। দিনে দিনে সমস্ত বন-জঙ্গল কেটে ফেলা হচ্ছে যার জন্য কার্বনডাইঅক্সাইডের মত বিষাক্ত পদার্থ বায়ুতে থেকে যাচ্ছে এবং মানুষ থেকে শুরু করে পশুপাখি সব কিছুর ক্ষতি হচ্ছে। ধারনা করে হচ্ছে হয়তো আরও কয়েক বছর পর আমাদের পৃথিবী অনেক বিশাল সমস্যার সম্মুখীন হবে শুধু মাত্র গ্লোবাল ওয়ারমিং এর কারণে।

ক্ষুধা ও দারিদ্র্যঃ
প্রতি বছর পৃথিবীতে জন্ম নিচ্ছে ৭ কোটি ৯০ লক্ষ মানুষ। এবং প্রতিবছর এতো মানুষের জন্মই হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম বড় সমস্যা যার কারণে ক্ষুধা ও দারিদ্র্য সমস্যা বেড়েই চলেছে। ২০০৬ সালে ইউনিসেফের মতামত অনুযায়ী বলা হয়েছে ৪ বছরেরও কম ১৪৬ মিলিয়ন বাচ্চা বড় হচ্ছে ক্ষুধা নিয়ে ও তাদের ওজনও যথেষ্ট নয়। তাই প্রতি বছর ৫.৬% বাচ্চা মারা যাচ্ছে এবং পৃথিবীতে প্রায় ১৫ মিলিয়ন বাচ্চা দারিদ্রে বসবাস করছে।

পানি সংকটঃ
পৃথিবীর অন্যতম বিশাল সমস্যা হল পানি সংকট। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানের মানুষেরা পানি সংকটে আছে অনেক বছর ধরেই। কারণ পানির আসল উৎস সাগর, নদী, লেক এই সকল জায়গায় নানা রকমের বর্জ্য পদার্থ ফেলে পানি দুষিত করা হচ্ছে দিনের পর দিন। ওয়ার্ল্ড ব্যাংক ও ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন’ জানিয়েছেন পৃথিবীতে ২ বিলিয়ন মানুষ সরাসরি পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন এবং অপরদিকে আরও ১ বিলিয়ন মানুষ পরিষ্কার পানি ব্যবহার করা থেকে অনেক দূরেই আছেন।

- See more at: http://www.deshebideshe.com/news/details/44114#sthash.z7MHnxgO.dpuf

Offline ummekulsum

  • Sr. Member
  • ****
  • Posts: 386
  • Test
    • View Profile