তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

Author Topic: তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা শুরু  (Read 1228 times)

Offline imam.hasan

  • Full Member
  • ***
  • Posts: 246
    • View Profile
বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে টঙ্গীর তুরাগ তীরে পাঁচদিনের জোড় ইজতেমা শুক্রবার (২৮ নভেম্বর) শুরু হয়েছে।

এদিন ফজরের নামাজের পর থেকে টঙ্গীর তুরাগ নদীর পূর্ব-উত্তর তীরে ইজতেমায় মুরব্বিদের বয়ান শুরু হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) জোহর নামাজের পর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।

ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি তুরাগ তীরে জমায়েত হয়েছেন। তবে তাদের বেশির ভাগই তিন চিল্লা সম্পন্নকারী।

বিশ্ব ইজতেমা ও জোড় ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, তিন চিল্লায় (চার মাস) অংশ নেওয়া দেশি-বিদেশি মুসুল্লি ও আলেম ওলামারা এই জোড় ইজতেমায় অংশ নিচ্ছেন। এতে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।

তিনি জানান, বয়ানে দাওয়াতি কাজ বা ইসলাম প্রচারের কাজ কীভাবে আরো সহজ করা যায় এবং নিজেদের কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধন করা যায়-তা নিয়ে্ও আলোচনা হবে। 

পাশাপাশি বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কেও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে বলে জানান মুরুব্বি গিয়াস উদ্দিন।

এদিকে জোড়  ইজতেমা সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, জোড় ইজতেমা উপলক্ষে বিশেষভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন বলে জানান তিনি।

আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্যায় হবে। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। শেষ হবে ১৮ জানুয়ারি।