স্যামসাং-এর `স্মার্ট স্টার্ট' ডিসকাউন্ট

Author Topic: স্যামসাং-এর `স্মার্ট স্টার্ট' ডিসকাউন্ট  (Read 1260 times)

Offline AbdurRahim

  • Full Member
  • ***
  • Posts: 159
  • Test
    • View Profile


এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ডিসকাউন্টে গ্যালাক্সি কোর ২ এখন আগের থেকে ২ হাজার টাকা কম দামে ১২ হাজার ৫০০ টাকায় কিনতে পাওয়া যাবে। ডুয়াল সিম স্মার্টফোনটিতে আছে ৪.৫ ইঞ্চি এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং এইচডি ভিডিও প্লেব্যাক।

ডিসকাউন্টে গ্যালাক্সি এস ডুয়োস ৩-এর দাম কমে আসবে ১ হাজার টাকা, ৯ হাজার ৯০০ টাকায় কেনা যাবে স্মার্টফোনটি। ৪ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিনের গ্যালাক্সি এস ডুয়োস ৩-এ আছে ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।

এছাড়াও গ্যালাক্সি গ্র্যান্ড পরিবারের সর্বশেষ সংযোজন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম বাজারে কিনতে পাওয়া যাবে ২১ হাজার ৫০০ টাকা দামে। স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চি কিউএইচডি টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।


 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Offline Ferdousi Begum

  • Hero Member
  • *****
  • Posts: 823
  • Don't give up.
    • View Profile
Did anyone need this here?