আয়ুতে সূর্যের প্রভাব!

Author Topic: আয়ুতে সূর্যের প্রভাব!  (Read 975 times)

Offline Esrat

  • Jr. Member
  • **
  • Posts: 92
  • Test
    • View Profile
আয়ুতে সূর্যের প্রভাব!
« on: January 15, 2015, 04:11:08 PM »

মানুষের আয়ুষ্কালের ওপর সূর্যের প্রভাব নিয়ে ব্যতিক্রমধর্মী গবেষণাটি করেছেন নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক। ‘প্রোসেডিংস অব দ্য রয়েল সোসাইিট বি’ নামের একটি সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে।নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির একদল গবেষক এ গবেষণাটি করেছেন। গবেষণার ভিত্তি ছিল সূর্য পর্যবেক্ষণ ও মানুষের জনমিতিক বৈশিষ্ট্যের তথ্য-উপাত্ত।
গবেষক দলটির দাবি, সূর্য অশান্ত থাকা অবস্থায় জন্ম নেওয়া ব্যক্তিদের চেয়ে সূর্য শান্ত থাকাকালে জন্ম নেওয়া ব্যক্তিদের আয়ুষ্কাল বেশি হয়। জন্মসময়ভেদে এই দুই শ্রেণির মানুষের মধ্যকার আয়ুষ্কালের গড় ব্যবধান পাঁচ বছর।
অর্থাৎ, সূর্য শান্ত থাকাকালে জন্ম নেওয়া ব্যক্তিদের আয়ুষ্কাল অন্যদের চেয়ে পাঁচ বছর বেশি।
গবেষকেরা আরও দাবি করেন, ছেলেদের চেয়ে মেয়েদের ওপর সূর্যের সক্রিয়তার প্রভাব বেশি।

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile
Re: আয়ুতে সূর্যের প্রভাব!
« Reply #1 on: January 17, 2015, 07:44:52 PM »
Hmm, interesting.