পঞ্চম প্রজন্মের কোর প্রসেসর আনল ইনটেল

Author Topic: পঞ্চম প্রজন্মের কোর প্রসেসর আনল ইনটেল  (Read 1088 times)

Offline Esrat

  • Jr. Member
  • **
  • Posts: 92
  • Test
    • View Profile
ইনটেলের পঞ্চম প্রজন্মের নতুন প্রসেসর যুক্তরাষ্ট্রে কনজুমার ইলেকট্রনিক শো উপলক্ষে ১৪ ন্যানোমিটার প্রযুক্তির পঞ্চম প্রজন্মের কোর প্রসেসর উন্মুক্ত করেছে ইনটেল। পঞ্চম প্রজন্মের ইনটেল কোর প্রযুক্তির মধ্যে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য রয়েছে ১৪টি নতুন প্রসেসর, যার মধ্যে ১০টি ইনটেল এইচডি গ্রাফিকস-সমৃদ্ধ ১৫ ওয়াট প্রসেসর ও ৪টি ইনটেল আইরিশ গ্রাফিকস-সমৃদ্ধ ২৮ ওয়াট প্রসেসর।

ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের এই কোর প্রসেসরগুলো পরবর্তী প্রজন্মের হালকা-পাতলা পণ্যে ব্যবহার করা হবে। প্রচলিত নোটবুকের পাশাপাশি টু-ইন-ওয়ান, আলট্রাবুক, ক্রোমবুক, অল-ইন-ওয়ান পিসি ও মিনি পিসিতেও এই কোর প্রসেসর ব্যবহার করা যাবে।

ইনটেল দাবি করেছে, পঞ্চম প্রজন্মের এই কোর প্রসেসরগুলোতে (ইউ সিরিজ) ১৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা আগের প্রজন্মের প্রসেসরের চেয়ে বেশি কর্মদক্ষতা দেখাতে সক্ষম। আগের প্রজন্মের প্রসেসরের চেয়ে ২৪ শতাংশ উন্নত গ্রাফিকস, ৫০ শতাংশ ভিডিও কনভারশন এবং দেড় ঘণ্টা ব্যাটারি লাইফ বাড়াতে সক্ষম হবে।

ইনটেল আরও জানিয়েছে, ট্যাবলেট কম্পিউটারের জন্য এরই মধ্যে ১৪ ন্যানোমিটার প্রযুক্তির পরবর্তী প্রজন্মের প্রসেসর সরবরাহ করার কাজ শুরু করেছে তারা। এই প্রসেসরের নাম তারা দিয়েছে—চেরি ট্রেইল। সিস্টেম অন আ চিপ (এসওসি) হিসেবে এই প্রসেসর ৬৪ বিট কম্পিউটিং সেবা দেয়, যা ট্যাবলেটে গ্রাফিকস ও ব্যাটারি লাইফ বাড়াতে সক্ষম

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile