বিয়ের আগে বর-কনের নাটক

Author Topic: বিয়ের আগে বর-কনের নাটক  (Read 1088 times)

Offline Muzaffar

  • Jr. Member
  • **
  • Posts: 60
    • View Profile
বিয়ের আগে বর-কনের নাটক
« on: January 25, 2015, 05:30:58 PM »
২৫ জানুয়ারী ২০১৫, রবিবার
হংকং থেকে সিউলে পাড়ি জমিয়েছেন জ্যাকি নং এবং তার হবু বর ওয়েনি। উদ্দেশ্য তাদের প্রিয় নাটক ‘মাই লাভ ফ্রম দ্যা স্টার’ নাটকের সেটে অসাধারণ কিছু ছবি তোলা। নাটকের ভিনগ্রহের নায়ক আর পৃথিবীতে বাস করা নায়িকার মত করে ছবি তুলে সবাইকে তাক লাগাতে চান তারা।
বিয়ে নিয়ে বর- কণের জল্পনা- কল্পনার শেষ নেই। আর বিয়ের অনুষ্ঠানের আগেই যদি নিজেদের পছন্দের নাটকের নায়ক-নায়িকাদের মত নানা ভঙ্গিতে ছবি তোলা যায় তবে বিষয়টি হয় আরো অভিনব। নিজের তেমন কিছু আলাদা ধরনের ছবি তোলার আশায় দক্ষিণ কোরিয়া ছুটছেন হবু দম্পতিরা।
আগত এক বর বলেন, আমি ছবি তোলার জন্য এই জায়গাটি বেছে নিয়েছি কারণ এর আগে আমার বন্ধুরা কেউ এখানে আসেনি। আর নাটকের ঘটনার মত করে ছবি তুললে সত্যিই সেগুলো হবে অনন্য এবং অসাধারণ।’
বিয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে- ওয়েভ বর কনের সাজ থেকে শুরু করে পুরো ছবি তোলার আয়োজনটি করে থাকেন। আর দিন দিন দক্ষিণ কোরিয়ার বাইরে বাড়ছে এর প্রচার ও প্রসার।
কে ওয়েভের পরিচালক জুন সো ইউন বলেন, ‘বিদেশ থেকে আরও বহু জুটি বিবাহপূর্ব ছবি তুলতে আমাদের এখানে আসবে বলে আশা করছি। ২০১৫ সালে আমরা ৭শ’রও বেশি কাস্টমার পাব বলে ধারণা করছি।’
 নাটক নির্মাণ প্রতিষ্ঠান এসবিএস দিনের বেলায় তাদের সেট নিজেদের কাজে ব্যবহার করলেও রাতে এধরনের ফটোগ্রাফি প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দিয়ে থাকে।
প্রিয় তারকাদের মত এই ছবিগুলো তুলতে চাইলে গ্রাহককে গুনতে হবে কমসে কম ৪ হাজার ডলার। আর এধরনের ছবি তুলতে মূলত আসেন চীনা বংশোদ্ভূতরা।
Courtesy:  http://dhakanews24.com