বিশ্বের সর্ববৃহৎ ১০টি অ্যাকুয়ারিয়াম (পর্ব - ০১)

Author Topic: বিশ্বের সর্ববৃহৎ ১০টি অ্যাকুয়ারিয়াম (পর্ব - ০১)  (Read 1713 times)

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
অ্যাকুয়ারিয়াম অনেকেরই শখের জিনিস। পানিভর্তি কাঁচের ছোট বাক্সে পছন্দসই মাছকে পুরে রাখা হয়।
অ্যাকুয়ারিয়াম সাধারণত বাড়ির ড্রইংরুম বা শোবার ঘরে শোভা পায়। কিন্তু বিশ্বে এমন কিছু অ্যাকুরিয়াম রয়েছে যা দেখতে হলে আপনাকেই স্বয়ং যেতে হবে সেখানে।

১/ অ্যাকুয়াডোম-
সিলিন্ডার আকৃতির এ অ্যাকুয়ারিয়ামটি গঠনের দিক থেকে ভিন্নমাত্রিক ও দৃষ্টিনন্দন। বার্লিনের রেডিসন হোটেলের ভেতরে এটির দেখা মিলবে। ২৫ মিটার উঁচু এ অ্যাকুয়ারিয়ামটি এক মিলিয়ন লিটার পানি দিয়ে ভর্তি। এতে রয়েছে দুই হাজার ৬শ’ প্রজাতির জলজ প্রাণী। আর ভেতরে রয়েছে বিশেষ লিফটের ব্যবস্থা, যেন উপর থেকে নিচ পর্যন্ত মনের মতো করে দেখা যায়।

২/ সাংহাই ওশেন অ্যাকুয়ারিয়াম-
এশিয়ার বৃহত্তম অ্যাকুয়ারিয়ামগুলোর মধ্যে এটি অন্যতম। পানির ৫শ’ নয় ফুট গভীরে অবস্থিত এ অ্যাকুয়ারিয়ামে কোনো হিংস্র প্রাণী নেই।

৩/ ইউসাকা মেরিন ওয়ার্ল্ড-
দক্ষিণ আফ্রিকার ইউসাকা মেরিন ওয়ার্ল্ড আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম। সমুদ্রের গভীরে অবস্থিত এ মেরিন ওয়ার্ল্ড দেওয়ালে লাগানো হাঙরের অ্যাকুয়ারিয়ামের জন্য প্রসিদ্ধ।

৪/ ন্যাশনাল অ্যাকুয়ারিয়াম, বাল্টিমোর-
১৯৮১ সালে যাত্রা শুরু হয় এ অসাধারণ অ্যাকুরিয়ামটির। প্রতিবছর এখানে ১.৫ মিলিয়ন মানুষের সমাগম ঘটে। এতে রয়েছে এক মিলিয়ন গ্যালনেরও বেশি পানি এবং এর ছাদ চিরহরিৎ গাছ দিয়ে সাজানো। অ্যাকুয়ারিয়ামটিতে ৬শ’ ৬০ প্রজাতির সাড়ে ১৬ হাজার প্রাণী রয়েছে।

৫/ এন্টেরারি বে একুরিয়াম-
ক্যালিফোর্নিয়ার মন্টেরারি ক্যানারি রোতে এ বিখ্যাত অ্যাকুয়ারিয়ামটি অবস্থিত। এর প্রত্যেকটি ট্যাঙ্কে রয়েছে এক দশমিক দুই মিলিয়ন গ্যালন পানি।






Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
ছবিতে দেখুন -
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile

৬/ তুর্কুয়াজো-
২০০৯ সালে তুরস্কে এটির যাত্রা শুরু হয়। এখানে প্রায় ১০ হাজার সামুদ্রিক প্রাণী রয়েছে।

৭/ এল ওশেনোগ্রাফিক-
দৈত্যাকৃতির এ অ্যাকুয়ারিয়ামটির দেখা পাবেন স্পেনে। এটিই ইউরোপের সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম। আধুনিকভাবে সজ্জিত এ অ্যাকুয়ারিয়ামে রয়েছে ৪৫ হাজার সামুদ্রিক প্রাণী।

৮/ দ্য ওয়াকিনাওয়া কুরাউমি অ্যাকুয়ারিয়াম-
এ অ্যাকুয়ারিয়ামকে কুরাউশিউ সি বলা হয়। এখানে এলে খুব কাছ থেকে পাওয়া যাবে তিমি আর হাঙরের দেখা।

৯/ দুবাই মল অ্যাকুয়ারিয়াম-
মল পৃথিবীর অন্যতম বড় অ্যাকুয়ারিয়ামগুলোর মধ্যে একটি। এতে রয়েছে ৩৩ হাজার প্রাণী। এর মধ্যে হাঙর রয়েছে ৪শ’টি। এটি ওয়াকিনাওয়া অ্যাকুয়ারিয়াম থেকেও অনেক বড়।

১০/ জর্জিয়া অ্যাকুয়ারিয়াম-
২০০৫ সালে দর্শনার্থীদের জন্য চালু হয় এ অ্যাকুয়ারিয়ামটি। আকারের দিক থেকে এটির অবস্থান সবার শীর্ষে। এটি হাঙরদের অভয়ারণ্য বলে খ্যাত। এছাড়াও রয়েছে তিমিসহ অসংখ্য সামুদ্রিক জীব।
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
ছবিতে দেখুন-
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Offline Naznin.Tania

  • Full Member
  • ***
  • Posts: 206
  • Test
    • View Profile
Tania Naznin
Sr. Admission Officer
Daffodil International University
E-mail: counselor1@daffodil.university