ডায়াবেটিসে নারীর মৃত্যু আগে

Author Topic: ডায়াবেটিসে নারীর মৃত্যু আগে  (Read 1219 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
ডায়াবেটিসে আক্রান্ত নারী-পুরুষকে সুস্থ থাকতে হলে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয়। এর পরও তাদের আয়ু অন্যান্য নারী-পুরুষের তুলনায় কমে যায়। তার ওপর আবার ডায়াবেটিসে আক্রান্ত নারীরা পুরুষের তুলনায় স্বল্পায়ু হয়।

দ্য ল্যানচেট ডায়াবেটিস অ্যান্ড এনডক্রিনোলজি সাময়িকীতে তুলে ধরা হয়েছে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত নারী ও পুরুষের তুলনামূলক আয়ুর চিত্র। প্রতিবেদনে বলা হয়, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত নারীরা আক্রান্ত পুরুষের তুলনায় ৩৭ শতাংশ দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যায়। যেকোনো কারণে এই মৃত্যু হতে পারে। এ ধরনের নারীদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা পুরুষের তুলনায় দ্বিগুণ। তা ছাড়া টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত পুরুষের তুলনায় নারীদের স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি ৩৭ শতাংশ বেশি। কিডনি জটিলতার ক্ষেত্রে এ হার ৪৪ শতাংশ।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক র‌্যাচেল হাঙ্লে জানান, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত নারী-পুরুষের তুলনামূলক স্বল্পায়ু হওয়ার তথ্য আগেই জানা ছিল বিজ্ঞানীদের। কিন্তু নারী ও পুরুষের ক্ষেত্রে আলাদা তথ্য পাওয়া গেছে তাঁদের এই গবেষণার মাধ্যমে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/02/09/185657#sthash.vJMf5mVJ.dpuf
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar