ওডিসি অ্যাপ কিনল গুগল

Author Topic: ওডিসি অ্যাপ কিনল গুগল  (Read 870 times)

Offline Sahadat

  • Sr. Member
  • ****
  • Posts: 305
  • Test
    • View Profile
ওডিসি অ্যাপ কিনল গুগল
« on: February 12, 2015, 01:48:07 PM »

ওডিসি অ্যাপ কিনল গুগল

লন্ডন, ১১ ফেব্রুয়ারি- আপনার মোবাইল বা ট্যাবলেট হারিয়ে গেলেও হারিয়ে যেত না সেই ট্যাবলেট বা মোবাইলের ছবি গুলি৷ সৌজন্য ওডিসি অ্যাপ৷এই অ্যাপের সাহায্যেই স্বয়ংক্রিয় ভাবেই তা আপনার কম্পিউটারে ব্যাকআপ হয়ে যেত৷ ফলে ফোন বা ট্যাবলেট হারালেও ছবি হারানো না৷ সেই জনপ্রিয় অডিসি ওয়াপকেই কিনে নীল গুগল৷ওডিসি ওয়াপ কিনে নিতেই তার পরিষেবাতেও যুক্ত হচ্ছে নয়া পালক৷ গুগলের তরফে জানানো হয়েছে, অডিসি ওয়াপকে আরও বেশি অত্যাধুনিক করা হবে বলে গুগলের তরফে জানানো হয়েছে৷ আসলে ক্লাউড কম্পিউটিংয়ে ইতিমধ্যে প্রবেশ করেছে মাইক্রোসফট৷ তাই মাইক্রোসফটের সঙ্গে পাল্লা দিতেই অডিসি অধিগ্রহণ করেছে গুগল৷গুগলের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে এই অ্যাপকে বন্ধ করা হবে৷ আবার ওই দিন থেকেই গুগল প্লাসে পাওয়া যাবে এই অ্যাপ৷ গুগলের তরফে জানানো হয়েছে, নয়া ওডিসি অ্যাপে ভিডিও সংরক্ষনের সুবিধা যুক্ত হতে চলেছে৷ তবে আর কি কি সুবিধা যুক্ত করা হবে তা গুগলের তরফে জানানো হয়নি৷ এখন অপেক্ষা নয়া ওডিসি৷
Sahadat